সবুজ ত্রিপুরা
২৯ আগস্ট
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ শান্তি সম্প্রীতির লক্ষ্যে বিভিন্ন ধর্মগ্রদের উপস্থিতিতে এক সৎ ভাবনা সংসদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলো সুনামুরা টাউনহলে।
ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবদাস সিং বালাই ধর্ম প্রতিনিধি, অশোক কুমার চক্রবর্তী সনাতন ধর্ম প্রতিনিধি, প্রসেনজিৎ ভিক্ষু বৌদ্ধ ধর্মপ্রতিনিধি, আচার্য মধু রামকৃষ্ণ মিশনের আচার্য হিন্দু ধর্ম প্রতিনিধি,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ডঃ মোস্তফা কামাল ইসলাম ধর্ম প্রতিনিধি, সুরণ দেববর্মা খ্রিস্টান ধর্ম প্রতিনিধি প্রমুখড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নাগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তীর এবং ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া প্রমুখরাও।মূলত সমগ্র দেশ তথা রাজ্যে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাসের মাধ্যমে সৌভাতৃত অটুট রাখার উদ্দেশ্যে এ দিনের আলোচনা সভা।
সভায় সকল ধর্ম গুরুদের আলোচনার মূল বিষয় ছিল শান্তি সম্প্রীতি , সকলেই নিজেদের মধ্যে জাতি এবং ধর্মগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সুশৃংখল পরিবেশ গঠনের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করার আহ্বান রাখেন।
0 মন্তব্যসমূহ