মোটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় গৃহস্থের হাতে আটক দুই চোর-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২ আগস্ট

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ গৃহস্থের বাড়ি থেকে জলের মোটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় গৃহস্থের হাতে আটক দুই চোর। ঘটনা কদমতলা থানাধিন পূর্ব ইচাই লালছড়া এলাকায়। 

চোরের নাম- রাজু মাষ্য দাস (মঙ্গল), বাবা নেপাল মাষ্য দাস, বাড়ি পূর্ব হুরুয়া এলাকায়। অপরজন রঞ্জিত শীল, বাবা হরিপদ শীল বাড়ি দক্ষিণ হুরুয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকালে পূর্ব ইচাইলালছড়া এলাকার বাসিন্দা কালিম উদ্দিনের বাড়িতে জলের মোটর চুরি করার পর 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মোটর নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় এই দুই চোরকে। পরবর্তীতে গৃহস্থের অভিযোগ মূলে ধৃত দুই চোরকে গ্রেফতার করে কদমতলা থানার পুলিশ। ওসি সুশান্ত দেব জানিয়েছেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড 

বিধির 379 ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। যার নম্বর ৫০/২২ কদমতলা থানা। ধৃতদের কাছ থেকে জলের মোটর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu