২ আগস্ট
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ রবিবার রাতে আসামের পাথারকান্দির কাবাড়িবন্দ গ্রামে হানা দিয়ে তেরো রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।জানা গেছে রবিবার রাতে পাথারকান্দি থানার এসআই রাজপ্রতাপ সিংহ গোপন সুত্রের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ভিত্তিত্বে কাবাড়িবন্দে গ্রামে হানা দিয়ে AS 10F 3725 নম্বরের বাইক পাকড়াও করে তল্লাশি করলে তাজা কার্তুজগুলো উদ্ধার হয়।এতে আটক করা হয় বাইকের মালিক তথা পেশায় টাইলস মিস্ত্রি কাবাড়িবন্দ গ্রামের আব্দুল রৌফের পুত্র আবুল হোসেনকে।
তবে এ কান্ডে পয়েন্ট ৩৮ AM চাইনিজ পিস্তলটি উদ্ধারের কোন খবর নেই।তাকে রাতে থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদের পর সোমবার আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে।
0 মন্তব্যসমূহ