পদযাএা কে সামনে রেখে বক্সনগর ব্লক কংগ্রেসের সাংগঠনিক বৈঠক-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

৫ আগস্ট

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ আগামী ২০২৩ ইং বিধানসভা  নির্বাচন কে পাখীর চোঁখ করেই, ক্ষমতার মসনদ দখলের জন্য  কংগ্রেস (আই) র্পাটি গুটি গুটি পায়ে এবং  হাতে কলমে সংগঠন  ঢেলে  

সাজানোর কর্ম সূচী হাতে নিয়ে ছে  প্রদেশ কংগ্রেস।তারই অঙ হিসাবে বক্সনগর  ব্লক কংগ্রেসের উদ্যোগ  আয়োজিত  এক সাংগঠনিক  বৈঠক  অনুষ্ঠিত হয়  বক্সনগর  কংগ্রেস  ভবনে। আজ সকাল  এগার ঘটিকার সময়  মূল বৈঠক বসে উক্ত বৈঠকে  বক্সনগর এলাকার  বিভিন্ন  গাঁও সভা থেকে  কংগ্রেস  র্পাটি শাখা সংগঠের পদাধিকারী নেতৃত্ব মিলিত হন।বৈঠকের মুখ‍্য উদ্দেশ্য হচ্ছে ভারতীয়  জনতা পার্টিকে ক্ষমতাচ্যুৎ  করা। রাজে‍্যর মসনদ  থেকে  সড়াতে গেলে সংগঠনকে  শক্তি এবং  

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ভোথ কেন্দ্রীক ভাবে একদম তৃন মূল স্থর থেকে  কাজ করে সাধারণ  মানুষের  পাশে  দাড়াতে  হবে।এই বৈঠকে সিদ্ধান্ত  নেওয়া হইয়াছে মানিক‍্যনগর হইতে  আগামী ১১ তারিখ সকাল ৯ টা থেকে পদ যাএার মাধ্যমে বক্সনগরে এসে সমস্থ কংগ্রেস  কর্মী দের নিয়ে  বি জে পি বিরুদ্ধে  অপশাসনের জেহাদি  ঘোষণার মাধ্যমে  রাজ‍্যের সাধারণ  মানুষের  মধ্যে  শোষণ  নিপীড়ন  লাঞ্চিত  বঞ্চিত  বেকার দের কর্ম সংস্থান  না দিয়ে  নেতা কমীর্া লুটপাট  করছে এবং  বিরুদীদের উপর আক্রমন করছে তার পাশাপাশি  দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির লাগাম টানছে না কেন  তার জন্য  আন্দোলন  করা।প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া  বলেন  গত সাড়ে চার বছরের  বি জে পি সরকারের  আমলে আপনারা কি পেলেন  কি পেলেন  না তার  হিসাব নেওয়া  সময়  এসেছে ।বর্তমান সরকারের  দোষ  ত্রুটি  গুলি ধরে সাধারণ  মানুষ কে বুঝিয়ে  নিজের দলে টানতে হবে । কিন্তু  সুসম্পর্ক  বজায়  রেখে আর সাংগঠনিকভাবে  ঐক্যবদ্ধ  হয়ে  যে কনো রাজনৈতিক  সমস্যা  মৌকাবিলা  করা আর নিজেদের মধ্যে  কখনো  যিতে গোষ্ঠী কুনদল না  করা ইত্যাদি। ২০২৩ শে লড়াইয়ের  জন্য  কঠোরভাবে  পরিশ্রম  করতে হবে।সব মিলিয়ে  রাজ‍্য রাজনীতির পারদ কিন্তু  ঊর্ধ্বুমুখী বসে নেই বক্সনগরের  মরা গাঙে,জোয়ার তোলার কংগ্রেস  পার্টি ও ,এখন দেখার বিষয়  পদ যাএার হাওয়ার পালে কতটুকু  তোফান তুলতে পারে তা সময়ই বলবে।উক্ত সাংগঠনিক বৈঠকে  উপস্থিত  ছিলেন  বিল্লাল 

মিয়া  প্রাক্তন মন্ত্রি, পি সি সির অন‍্যতম সদস্য  মন্তাজ আলী,ব্লক সভাপতি  মোস্তক আহমেদ, মন্ডল সভাপতি  রসিদ মিয়া,জেলা যুব কংগ্রেস  সভাপতি  তারিফুর রহমান  এবং জেলা সেবাদল কংগ্রেস   সভাপতি  রিপন মিয়া  আর বিশিষ্ট  সমাজ সেবক রোশন আলী ও অন‍্যান‍্য নেতৃত্ব দ্ধয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu