সংবাদ কর্মীদের দ্বারা বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

১৩ আগস্ট

শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার অমৃত মহোৎসব কে সামনে রেখে  এক ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিলো   নর্থ  ডিস্ট্রিক্ট প্রেসক্লাব এবং ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটি । 

ঘর ঘর তিরঙ্গা  এই অভিযান কে সামনে রেখে   আর্থিক ভাবে পিছিয়ে পরা ৫০০ টি পরিবারের মধ্যে  বিনামূল্যের জাতীয় পতাকা বিতরণ করা হলো.  ধর্মনগরের চন্দ্রপুর সুভাষপল্লী , সীমান্তবর্তী 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এলাকার  বড়ুয়া কান্দি, রাগনা, চন্দ্রপুর বাজার  এবং  বাগবাসা এলাকায়  এই জাতীয় পতাকা বিতরণ করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতি বর্ণালী গোস্বামী,  ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত,  নর্থ  ডিসটিক প্রেসক্লাবের সম্পাদক পার্থ সারথি দাস  সহ  অন্যান্য সদস্যগণ. মহিলা কমিশনের চেয়ারম্যান  এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান  একই সাথে  প্রত্যন্ত এলাকার আর্থিক ভাবে পিছিয়ে পরা  

জনসাধারণের মধ্যে  বিনামূল্যের জাতীয় পতাকা  বিতরণ  করাকে সাধুবাদ  জানান   এলাকাবাসী । নর্থ ডিসটিক প্রেসক্লাব এবং   ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটির  এই অভিনব উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করল সমগ্র রাজ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu