পরকীয়া করে স্বামীর সংসার ত্যাগ করেও উল্টো স্ত্রী স্বামীর কাছ থেকে ১ লাখ ১২ হাজার টাকা চাইছে স্ত্রী-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৩ আগস্ট

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ আজ থেকে সাত বছর আগে সোনামুড়া থানাধীন ঘ্রানতলী গ্রাম পঞ্চায়েতের হারাধন দাস এর ছেলে পার্থ সারথী দাস  মোহনপুর সহমনি আশ্রম সংলগ্ন মৃত জগদীশ দাসের মেয়ে মুন্না দেবনাথ কে ভালবেসে বিয়ে করেছিল। তাদের বর্তমানে 

একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স বর্তমানে ছয় বৎসর। সংসার জীবনটা দুজনেরই ভালো চলছিল। এর মধ্যে পার্থসারথি দাস বহিরাজের  ন্যাশনাল হাইওয়ে রোডে গাড়ি চালান ১৫ দিন পরে বা এক মাস পরে বাড়িতে আসেন। আর এই ফাকে পার্থ সারথী দাসের স্ত্রী মোবাইল এর মাধ্যমে পরকীয়া জড়িয়ে পড়েন এমনটি অভিযোগ করেন তার স্বামী পার্থসারথী দাস। ইতিমধ্যে পার্থ সারথি দাস এর স্ত্রী একবার নয় দুবার পরবিয়ার কারণে অন্য ছেলেদের সঙ্গে পালিয়ে গিয়েছিল। কিন্তু স্বামী পার্থ সারথী দাস নিজের কন্যা সন্তানের কথা চিন্তা করে তার স্ত্রী মুন্না দেবনাথ কে আবার তার সংসারে নিয়ে আসেন অনেক টাকা-পয়সা খরচ করে। কিন্তু পার্থসারথী স্ত্রী গ্রামের আলো বাতাস পরিবেশ তার কাছে কিছু ভালো লাগে না শেষ পর্যন্ত স্বামী পার্থ সারথি মেলাঘরে বাড়াবাড়ি করেন সেখানেও পার্থসারথি স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে পড়েন। এবং এই নিয়ে দুজনের মধ্যে সামান্য ঝগড়া হয় শেষ পর্যন্ত পার্থসারথি স্ত্রী মোহনপুর তার কন্যা সন্তানকে নিয়ে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাপের বাড়িতে চলে যান। কয়েকদিন পরে পার্থসারথি স্ত্রী স্বামী পার্থসারথি কে ফোন করে তার বাপের বাড়ি মোহনপুরে আসার জন্য। সে মোতাবেক স্বামী পার্থসারথি তার স্ত্রী কথা বিশ্বাস করে তার শ্বশুর বাড়িতে গেলে তার স্ত্রী সহ আশেপাশে গুন্ডা ভাড়া করে পার্থ সারথির উপর আক্রমণ চালায় এবং তার কন্যা সন্তানটিকে পার্থ সারথির উপর উপর তুলে দেয়। ওখান থেকে এসে পার্থসারথী দাস তার কন্যা সন্তানটিকে কোন একটি স্কুলের বোর্ডিংয়ে দিয়ে দে। এদিকে পার্থ সারথী দাসের স্ত্রী মুন্না দেবনাথ তার বাপের বাড়ি থেকে তার স্বামী পার্থসারথীর উপর টাকা চাইছে। মুন্না দেবনাথ প্রথমে তার স্বামীর কাছে ১০ হাজার টাকার বিনিময়ে সেই ডিভোর্স পেপার দেবে। কিন্তু কয়েক মাস পরে পার্থসারথীর দাসের স্ত্রী মুন্না দেবনাথ বলে ১ লাখ ১২ হাজার টাকা দিলে ডিভোর্স  পেপার দেবে। এমনিতে পার্থসারথি দাস জীবনে যা সঞ্চয় করেছেন তার স্ত্রী এবং তার পরিবারের জন্য সব টাকা খরচ করে ফেলেছেন। কিন্তু পার্থসারথীর দাসের স্ত্রী মুন্না দেবনাথ এতকিছু করার পরেও পার্থ সারথি দাস এখনো তার স্ত্রী মুন্না দেবনাথ কে নিয়ে সংসার করতে প্রস্তুত। পার্থসারথী দাস তার স্ত্রীর কাছে ডিভোর্স  চাই না সেই এখনো প্রস্তুত তার স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য। কিন্তু তার স্ত্রী মুন্না দেবনাথ আনন্দ হইহুলো ফেসবুকে টিক টক ও অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। সংসার করার তার মন মানসিকতা নেই তারপরেও স্বামী পার্থ সারথি দাস স্ত্রীকে নিয়ে সংসার করতে প্রস্তুত।কিন্তু স্ত্রী তার সাথে সংসার করবে না উল্টো এক 

লাখ বার হাজার টাকা চেয়ে ডিভোর্স পেপার নেওয়ার জন্য তার স্ত্রী বারবার হুমকি-ধুমকি দিচ্ছে। কিন্তু অসহায় স্বামী পার্থ সারথি দাস এই টাকা দিতে তিনি নারাজ এবং তার কাছে সেই টাকা নেই। এই বিষয়ে শেষ পর্যন্ত অসহায় স্বামী সাংবাদিকদের কাছে দ্বারস্ত হয়েছে কি বলছে শুনুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu