সবুজ ত্রিপুরা
২৭ আগস্ট
শানিবার
বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় মহকুমা হাসপাতালে শৌচাগারে ড্রাগসের কৌটা সহ এক যুবককে ধরতে সক্ষময়।ঘটনা বিবরণও জানা যায় শুক্রবার সকাল নাগাদ নেশার কৌটা ও সিরিঞ্জ
নিয়ে প্রবেশ করে হাসপাতালে ভিতরে তখন বেসরকারি নিয়ে পতালক্ষী ও পুলিশ কর্মীদের চোখে পরে।পরবর্তী সময়ে যুবক মহকুমা হাসপাতালে শৌচাগারে মধ্যে বিভিন্ন ড্রাগস সেবন করার সময় মহকুমা হাসপাতালে কর্তব্যরত কর্মীরা তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে যুবক
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পুলিশের হেফাজতে রয়েছে। জানা যায় নেশার জায়গায় হিসেবে মহাকুমা হাসপাতালকে বেছে নিয়েছে বিভিন্ন যুবক রা আর এই আশায় আসক্ত হয়ে বহু যুবকের জীবন ধ্বংস হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত গড়ার যে ডাক দিয়েছিল তাতে করাল গ্রাসে পরিণত হয়েছে স্বাস্থ্য দপ্তর। বিশালগড়ের বিভিন্ন ড্রাগসের আসক্ত থাকা যুবকরা নেশার নিরাপত্তা স্থান হিসেবে মহকুমা হাসপাতাল কে
বেছে নিয়েছে দিন দুপুরে চলে এই হাসপাতালে মধ্যে নেশা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ।কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাসের গাফিলতির ফলে এই ধরনের ঘটনা ঘটে চলছে।কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
0 মন্তব্যসমূহ