অধ্যাপিকা বদলির জেরে আন্দোলনে বসলো ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়ারা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ অধ্যাপিকা বদলির জেরে আন্দোলনে বসলো ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়ারা  অবশেষে কলেজ অধ্যক্ষের আশ্বাস বাণীতে আন্দোলন প্রত্যাহার করলো ছাত্র ছাত্রীরা 

সূত্রের খবর, ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের মোট ৪জন অধ্যাপক/অধ্যাপিকা কে রাজ্যের বিভিন্ন কলেজে বদলি করেছে উচ্চ শিক্ষা দপ্তর । বদলির তালিকায় রয়েছেন এই কলেজ এর অনেক পুরোনো এবং স্বনামধণ্য বাংলা বিভাগের অধ্যাপিকা সীমা সূত্রধর মহোদয়া । আর এতেই ঘটে বিপত্তি । এই খবর চাউর হতেই বাংলা বিভাগের ছাত্র ছাত্রী রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না । এতো গুণী একজন অধ্যাপিকা কে হারাতে চায় না পড়ুয়ারা । দায়িত্ব নিয়ে যিনি ছাত্র ছাত্রীদের পাঠ দান করে যাচ্ছেন, যিনি তাঁদের অভাব অভিযোগ 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গুলো সর্বদা গুরুত্ব সহকারে নিরসনের চেষ্টা করেন, এহেন শিক্ষিকার বদলি শুনে ছাত্র ছাত্রীদের মর্মাহত হওয়াটাই স্বাভাবিক । তাই তাঁদের এই শিক্ষিকাকে আটকে রাখার লক্ষ্যে আজ সকাল ১০.৩০মিনিট নাগাদ কলেজ এর প্রবেশদ্বারে আন্দোলনে সামিল হয় বাংলা বিভাগের পড়ুয়ারা । আন্দোলনের খবর পেয়ে আন্দোলন স্থলে ছুটে আসেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাস মহোদয় ।উনি এসে আন্দোলনরতদের সাথে কথা বলেন । উনি বলেন, ইতিমধ্যেই উনি হাইয়ার অথরিটি র নিকট চিঠি পাঠিয়েছেন, যাতে বদলি হওয়া এই ৪জন অধ্যাপক অধ্যাপিকা কে এই কলেজেই বহাল রাখা হয় । পাশাপাশি এর একটি প্রতিলিপি আন্দোলন রত ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন । উনি উনার মত করে চেষ্টা করেছেন, বাকিটা দপ্তরের হাতে । এটা শুনার পর আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্র ছাত্রীরা । অধ্যক্ষ মহোদয়ের প্রানবন্ত কথায় খুশী পড়ুয়ারা 

অধ্যক্ষ এর গুনগানে মুখরিত হতে দেখা গেলো পড়ুয়াদের উনার এতো সুন্দর সাবলীল উপস্থাপনা দেখে এটাই বলা যায় একমাত্র একজন শিক্ষক এর পক্ষেই বোধহয় এমনটা সম্ভব ।কলেজ পরিচালনায় উনার দক্ষতা ফের প্রকাশ্যে এলো । আজকের এই আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে ৪র্থ সেমিস্টার এর বাংলা বিভাগের ছাত্র অনিকেত কর বললেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu