সবুজ ত্রিপুরা
২১ জুলাই
বৃহস্পতিবার
নিজাস্ব প্রতিনিধিঃ গত ১৮/০৭/২০২২ ইং ডাঃ সুপ্রিয় রায়ের বাসভবনে আয়োজিত "শুভাগমন উৎসব" অনুষ্ঠানে "ধর্মনগর
যোগ ব্যয়াম সোসাইটি"-র সদস্যারা ভারতের রাস্ট্রপতির দ্বারা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ১২৬ বর্ষীয় স্বামী শিবানন্দ মহারাজের হাতে "শ্রদ্ধার্ঘ্য"
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
হিসাবে সম্মাননা পত্র তুলে দেন।সম্মাননা তুলে দেন যোগ ব্যয়াম সোসাইটির কর্ণধার তথা যোগাগরু শ্রী নিবারণ চন্দ্র নাথ,ওনার স্ত্রী,ওনার কন্যা শ্রীমতী স্নগ্ধা নাথ ও পুত্র
শ্রীমান স্নেহাশীষ নাথ।১২৬ বয়সেও এই মহাপুরুষ খালি চোখে সম্মাননা পত্রের লেখাগুলো পড়ে শুনাতে পারলেন।
0 মন্তব্যসমূহ