সবুজ ত্রিপুরা
১৯ জুলাই
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ড্রাম্পিং স্টেশন রয়েছে কিন্তু বর্তমানে দীর্ঘ বছর ধরে বন্ধ। ফলে শহরের নোংরা আবর্জনা শহরেই যত্রতত্র খোলা অবস্থায় পড়ে থাকার ফলে দূষিত হচ্ছে শহরের বাতাস ও পরিবেশ।
ঘটনা, তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত পুরাতন টি.আর.টি.সি এলাকা, করইলং চৌমুহনি সহ তেলিয়ামুড়া শহরের আরো বেশ কয়েকটি এলাকায়। এলাকা বাসীদের দাবি অতিশীঘ্রই যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ। উল্লেখ করা যায়, আজ থেকে বেশ কিছু বছর পূর্বে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যায় করে তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হয়েছিল ডাম্পিং স্টেশন। লক্ষ লক্ষ টাকার সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করে নির্মাণ করা সেই ডাম্পিং স্টেশন বর্তমানে সম্পূর্ণ বন্ধ। ফলে বর্তমানে তেলিয়ামুড়া পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোন ডাম্পিং স্টেশন। ফলে শহর এলাকার ময়লা আবর্জনা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে স্তুপাকার ভাবে পড়ে থাকার ফলে দুর্গন্ধময় দূষিত পরিবেশ সৃষ্টি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত পুরাতন টি.আর.টি.সি এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, তেলিয়ামুড়া পুরাতন টি.আর.টি.সি এলাকায় জাতীয় সড়কের পাশে ঘন বসতি এলাকায় দীর্ঘ মাস ধরে তেলিয়ামুড়া পৌর পরিষদের তরফে শহরের সমস্ত ময়লা আবর্জনা এনে ফেলার ফলে বর্তমানে এলাকার লোকজনদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। দীর্ঘ মাস ধরে ময়লা আবর্জনা ফেলার ফলে এলাকায় ছড়িয়েছে দুর্গন্ধময় পরিবেশ, বিভিন্ন পোকামাকড় পার্শ্ববর্তী বাড়িঘর গুলিতে প্রবেশ করছে। তাছাড়া আবর্জনা ফেলার ফলে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার জানান, আজ থেকে বেশ কিছু বছর পূর্বে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের অর্থ ব্যায় করে একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছিল এবং ওই ডাম্পিং স্টেশনটিতে তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা নিয়ে ফেলা হত। কিন্তু রাজনৈতিক সমস্যা কারণে বন্ধ করে দেওয়া হয় ডাম্পিং স্টেশনটি। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যেই নতুন একটি ড্রাম্পিং স্টেশন চালু করা হবে। বড়লুঙ্গা এলাকায় বনদপ্তর থেকে জায়গা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন,
পৌর পরিষদের ইঞ্জিনিয়ার'কে বলে দেওয়া হয়েছে পুরাতন টি আর টি সি এলাকায় যে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে সেগুলি মাটি গর্ত করে পুঁতে দেওয়ার জন্য। তিনি পুর বাসীদের উদ্দেশ্যে বলেন,, কিছুদিন যাতে ধৈর্য ধরা হয়।
0 মন্তব্যসমূহ