সবুজ ত্রিপুরা
১৯ জুলাই
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ১৮ দফা দাবি সনদ নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করল তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটি।
তেলিয়ামুড়াবাসী এবং রাজ্যবাসীর স্বার্থের কথা চিন্তা করে মূলত এদিনের এই ডেপুটেশন। এদিনের এই ১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি হল--- অগ্নিপথ যোজনা প্রকল্প বাতিল ঘোষণা করতে হবে, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতা কর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে,রাজ্যের আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে হবে,৩৪০ টাকা করে অবিলম্বে রেগার মজুরি দিতে হবে, অবিলম্বে JRBT ফল ঘোষণা করতে হবে, ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে সহ মোট ১৮ দফা দাবি নিয়ে এদিন তেলিয়ামুড়া
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চাকমাঘাট স্থিত মহাকুমা শাসক কার্যালয় ডেপুটেশনে শামিল হয় তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহাকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মার নিকট তাদের এই ১৮ দফা দাবি সনদ তুলে দেন। এদিনের এ ডেপোটেশনের নেতৃত্ব ছিলেন কংগ্রেস সেবা দল নেতৃত্ব নিত্য গোপাল রুদ্রপাল, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষে বিপ্লব পাল, কংগ্রেস নেতৃত্ব দিলীপ ভৌমিক সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সেবা দল নেতৃত্ব নিত্য
গোপাল রুদ্রপাল জানিয়েছেন,, অতিরিক্ত মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেছেন যে দাবিগুলো উনার পক্ষের কার্যকর করা সম্ভব সেগুলো নিয়ে উনি চিন্তাভাবনা করবেন। তাছাড়া শ্রী রুদ্রপাল আরো বলেন,, তেলিয়ামুড়ার লাঞ্ছিত-বঞ্চিত -শোষিত মানুষদের পাশে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সর্বদা রয়েছে।
0 মন্তব্যসমূহ