আসামের পাথারকা‌ন্দি পু‌লি‌শের ড্রাগস বি‌রোধী অ‌ভিযা‌নে কো‌টি টাকার ড্রাগস সহ আটক এক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ রা‌জ্যের মুখ‌্যমন্ত্রী হিমন্ত‌বিশ্ব শর্মার নি‌র্দেশে রাজ‌্য জু‌ড়ে সর্বনাশা ড্রাগস বি‌রোধী অ‌ভিযান অব‌্যাহত রে‌খে‌ছে পু‌লিশ।

ফ‌লে প্রায় প্রতি‌দিন রা‌জ্যের কোথাও না কোথা প্রশাস‌নের হা‌তে ধরা পড়‌ছে ড্রাগস সহ ড্রাগস মা‌ফিয়ারা।এর থে‌কে পিছি‌য়ে নেই ক‌রিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি পু‌লিশ‌ও।এক গোপন সু‌ত্রের ভি‌ত্তি‌ত্বে ড্রাগস বি‌রোধী অ‌ভিযা‌নে নে‌মে আজ সোমবার কাক‌ভো‌রে বড়সড় সাফল‌্য পেল পাথারকা‌ন্দি পু‌লিশ।উক্ত অ‌ভিযা‌নে প্রায় কো‌টি টাকার নেশা জা‌তিয় জার্মা‌নি ইয়াবা ট‌্যাব‌লেট সহ ধরা প‌ড়ে এক ব‌্যক্তি।এ ম‌র্মে ও‌সি সমর‌জিৎ বসুমাতা‌রি জানান যে এ‌দিন কাক‌ভো‌রে স্থানীয় পুলি‌শের এক‌টি দল পাথারকা‌ন্দির ভারত~বাংলাদেশ সীমান্তব‌র্তি দক্ষিণ কেউটি গ্রামে হানা দি‌য়ে  আছহাব উদ্দিনের ৪৫ ঘরে তল্লা‌শি 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চা‌লি‌য়ে প্রায় ত্রিশ হাজার নেশা জা‌তিয় ট‌্যাবলেট জব্দ ক‌রে‌।যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার মত হ‌বে।পাশাপা‌শি এ কা‌ন্ডে আছহাবকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।তার পিতার নাম ফয়জুল হাসান।পু‌লি‌শের প্রাথ‌মিক জিঙ্গাসাবা‌দে ধৃত ব‌্যক্তি‌টি নি‌জের ভুল স্বীকার করার পাশাপা‌শি সে নেশা জা‌তিয় ট‌্যাব‌লেটগু‌লো মায়ান্মার থেকে সংগ্রহ ক‌রে মি‌জোরাম হ‌য়ে পাথারকা‌ন্দি‌তে নি‌য়ে আ‌সে বলে জানায়।প‌রে সেগু‌লো বাংলা‌দে‌শে পাচা‌রের কথা ছিল।পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা রজু ক‌রে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত তা‌কে থানায় 

আট‌কে রে‌খে টানা জেরা চা‌লি‌য়ে যা‌চ্ছে।এ কা‌ন্ডে তার সা‌থে আরও বেশ কজন জ‌ড়িত থাকার ধারনা করা হ‌চ্ছে।মঙ্গলবার ধৃত‌কে জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে।পু‌লি‌শের এ‌হেন অ‌ভিযান‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকার স‌চেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu