অবশেষে উদয়পুরের ডি.ডাব্লিউ.এস অফিসে নিশি কুটুম্বের হানা-Sabuj Tripura

 


 সবুজ ত্রিপুরা

২৩ জুলাই

শনিবার

উদয়পুর প্রতিনিধিঃ চলতি জুলাই মাসের ১০ তারিখে উদয়পুরের ডি,ডব্লিও এস অফিসে নিশি কুটুম্ব চোরের দল হামলা চালায়। সেখানে চোরের দল বেশ কিছু জিনিস 

চুরি করে নেয়। সেখানে পরবর্তী দিনে কর্মরত অবস্থায় কর্মচারীরা এসে দেখে চোরের দল কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। এতে তদন্তের খবর 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পেয়ে আর কে পুর থানা পুলিশরা ঘটনাস্থলে যায়। তাতে পুলিশ কিছুদিন পূর্বে ডিডাব্লিউএস সংলগ্ন এলাকায় চোরগুলি আসে। সেখানে এলাকাবাসীরা খবর দেয় আর কেপুর থানা।পরবর্তী সময় তিনজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্র। 

পুলিশ একটি মামলা হাতে নিয়েছে তদন্ত চালাচ্ছে তাদের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এবং তারা অন্য কোনো ঘটনার সাথে যুক্ত রয়েছে কিনা এই নিয়ে তদন্ত করছেন। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উদয়পুরবাসীদের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu