ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে বিশেষ সচেতনতা শিবির ও মতবিনিময় সভা-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ শনিবার দুপুর‌ বারোটা নাগাদ উত্তর জেলার ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে বিশেষ সচেতনতা শিবির ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুর পরিষদ এলাকার বিভিন্ন ক্লাব,সমাজসেবী সংস্থা,বাজার ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হয় এদিনের সচেতনতা ও মতবিনিময় সভা । মূলত এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও উৎসব মৌসুমে বিশেষ সচেতনতা অবলম্বন করা । তাছাড়া আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্লাস্টিক জাতীয় পতাকার পরিবর্তে কাপড়ের পতাকা উত্তোলন এবং সকল অফিস আদালতের পাশাপাশি ঘর ঘর তিরঙ্গা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশ্ববন্ধু সেন,ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার,ধর্মনগর মহকুমার মহকুমা শাসক তথা ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এল.ডারলং প্রমুখ । এদিনের সচেতনতা শিবির ও মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন,কেন্দ্র ও রাজ্য সরকারের আদেশ অনুসারে এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে । তাছাড়া আগন্তুক ৭৫ তম স্বাধীনতা দিবসকে ঘিরে আজাদি কা অমৃত মহোৎসবে পালন করা হচ্ছে । আর এই আজাদি কা অমৃত মহোৎসবে 

সরকারি,বেসরকারি,ক্লাব ও সামাজিক সংস্থার পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান রাখেন উপস্থিত অতিথিরা। অতিথিরা আরো বলেন এই আজাদি কা অমৃত মহোৎসবে শহর এলাকার প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আলোর রোশনাইয়ে সাজিয়ে তুলারও আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu