সবুজ ত্রিপুরা
২৬ জুলাই
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ গত ২৪ শে জুলাই,বিকেল ৩ ঘটিকায় উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া নয়দ্রোন মাঠে অনুষ্ঠিত হয় প্রতি বৎসরেরে ন্যায় এবৎসরও নাইন এ
সাইড ফুটবল টুর্নামেন্ট।উক্ত টুর্নামেন্টে মোট ১২টি দল নিয়ে শুরু হয় প্রথম রাউন্ডের খেলা।প্রতিটি দলে থাকছে ৯ জন করে খেলোয়াড়।উদ্বোধনী দিনের খেলায় অংশ গ্রহণ করেন দুটি শক্তিশালী দল,এল,পি,জে,পাড়া বনাম রাহুম ছড়া একাদশ।খেলার উদ্বোধনী
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ম্যাচের শুভ শুচনা করেন ৫৯ নং পানিসাগর মন্ডলের কিষান মোর্চার সভাপতি শ্রীপঙ্কজ দাস মহাশয় ।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টর সভাপতি বিভাষ দেব, সহসভাপতি সুমন দাস,সদস্য অমৃত দেব,রাম ডিং লিয়েন হালাম,পিন্টু দাস সহ এলাকার মেম্বার বিমল দেব । এলাকার প্রবিন নাগরিক অনিল কুমার দেব, তাছাড়া উপস্থিত ছিলেন আভিনাষ দাস, বিশ্বজিৎ দাস,রাকেশ দাসসহ প্রাক্তন ফুটবলার অনাথ বন্ধু দাস ।
উক্ত খেলাটিতে রেফারি হিসাবে ছিলেন সঞ্জয় দাস,রাজু দাস,রাম ডিং লিয়েন হালাম ।উদ্বোধনী খেলায় ৩/১ গোলে জয়ী হয় এল,পি,জে, পাড়া।গ্রামীন এলাকায় নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্ট কে নিয়ে খুশির বাতাবরণ পরিলক্ষিত হয় গোটা মহকুমা জোরে।
0 মন্তব্যসমূহ