সবুজ ত্রিপুরা
২৬ জুলাই
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নিষিদ্ধ এন.এল.এফ.টি জঙ্গি গোষ্ঠীর চারজনের একটি দল রাজ্যে অনুপ্রবেশের ফলে রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে আরক্ষা দপ্তরের।
কিন্তু চারদিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের হাতে নেই কোন সঠিক তথ্য। এমনটাই বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে। তবে নিষিদ্ধ এন.এল.এফ.টি জঙ্গি গোষ্ঠীর চারজনের দলটি গঙ্গানগর থেকে তৈদুতে আনাগোনা করছে বলেন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর,, বাংলাদেশ থেকে কাঁটা তারের বেড়া অতিক্রম করে মনিপুর হয়ে ত্রিপুরা'তে প্রবেশ করে নিষিদ্ধ এন.এল.এফ.টি জঙ্গি গোষ্ঠীর চারজনের একটি জঙ্গি দল আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে। দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ এন. এল .এফ. টি জঙ্গি দলের চারজনের একটি দল জঙ্গলে ঘোরাফেরা করছে। চলতি মাসের ২১ তারিখ ধলাই জেলার এম.কে পাড়া এবং উদয় সিং পাড়াতে দেখা গিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়ে দলটিকে ঘোরাফেরা করতে। গঙ্গানগর থানাধীন শান্তি রাম পাড়াতে চলতি মাসের ২২ তারিখ ফের একবার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে নিষিদ্ধ এন.এল.এফ.টি জঙ্গি গোষ্ঠীর চারজন জঙ্গিকে। বিশ্বস্ত সূত্র তরফে আরো জানা যায়,,, চারজনের এই জঙ্গি দলটি বিক্রম বাহাদুর জমাতিয়ার নেতৃত্বে স্বাধীনতা দিবসের পূর্বে টার্গেট'কে মাথায় রেখে এগুচ্ছে পাহাড় পথে। চারজন জঙ্গিদের মধ্যে দুজনের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র একে-৪৭ এবং অন্য দুজনের হাতে রয়েছে পিস্তল। আরো জানা যায়, চারজনের মধ্যে দুজন নিষিদ্ধ এন.এল.এফ.টি'র সক্রিয় সদস্য। আর বাকি দুজন এলাকাবাসী পিস্তল নিয়ে দুজনকে সাহায্য করছে। জানা গিয়েছে, বর্তমানে ওই জঙ্গি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দলটি গঙ্গানগর থানাধীন বাতা বাড়িতে অবস্থান করছে গোয়েন্দা সূত্রে আরো জানা গিয়েছে, জঙ্গি দলটি কাঁকড়া ছড়া,নোনা ছড়া এবং তৈদু এলাকায় দিকে আসার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। দলটির টার্গেট স্বাধীনতা দিবসের পূর্বে ত্রিপুরা পুলিশ এবং পাহাড়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টি.এস.আর-এর উপর আক্রমণ করা। এদিকে ত্রিপুরা পুলিশ এবং টি.এস.আর জোয়ানেরা অপসে বেরিয়ে পড়েছে। জোরদার তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে খবর।পাহাড় জঙ্গলে এবং জনবসতি এলাকাগুলিতে পুলিশ
এবং টি এস আর বাহিনীর জোয়ানরা বিভিন্ন গ্রুপ করে জঙ্গলে তল্লাশি চালিয়ে যাচ্ছে দিনরাত। আরক্ষা দপ্তরের উদ্যোগে রুদ্রদ্বার বৈঠক হয়েছিল রবিবার।তবে ওই জঙ্গি দলটি'কে যদি আটকানো না যায় তবে ত্রিপুরা রাজ্যে মাথাচারা দিয়ে উঠবে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ।
0 মন্তব্যসমূহ