সামাজিক কাজে বরাবরই এগিয়ে উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের Ncc অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ সামাজিক কাজে বরাবরই এগিয়ে উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের Ncc অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রবিবার দুপুরে 

উদয়পুরের পূর্ব গকুলপুরস্থিত সাধনা দয়াময় সেবাশ্রম পরিচালিত বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের জন্য চেয়ার, খাওয়ার টেবিল, জলের ফিল্টার, জগ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিষপত্র প্রদান করা হয়।এছাড়া এদিন দুপুরে বৃদ্ধাশ্রমের মায়েদেরকে মিষ্টি ও মধ্যাহ্নভোজন করানো হয়।সেখানে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট অফিসার ও সেনা মেডেল এম এন রাজ মান্নার, এডিএম অফিসার কর্নেল বিনয় রাউথান, অ্যাসোসিয়েট NCC অফিসার সমীর দিয়াবাগ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের CTO ডঃ রবীন্দ্র কুমার, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অধ্যাপক পেট্রিয়ট দেববর্মা, বৃদ্ধাশ্রম এর ইনচার্জ মীনাক্ষী মালাকার সহ NCC ইউনিটের প্রাক্তনীরা। উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে নতুনভাবে গড়ে উঠায় এই বৃদ্ধাশ্রমটি বর্তমানে পরিকাঠামোগত ভাবে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই রবিবার NCC অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে সকল প্রয়োজনীয় জিনিষপত্রগুলি 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রদান করায় খুশী বৃদ্ধ মায়েরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে জিনিসপত্র গুলি তুলে দেন নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এনসিসি অ্যালামনি এসোসিয়েশনের সদস্যরা। এদিন নাচ গানের মাধ্যমে আনন্দ প্রদান করল বর্তমান NCC ক্যাডেটরা । নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের NCC অ্যালামনি অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান উদয়পুরের শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ জনগণ। 

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আগামীদিনেও নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের NCC অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে দাঁড়াবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে এদিন অঙ্গীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu