রাজ্য ভিত্তিক চার দফা দাবির ভিওিতে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচী-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ বৃষ্টির মধ্যে দিয়ে ত্রিপুরা কর্মচারী সমম্বয় কমিটি এইচ,বি,রোড উদয়পুর বিভাগীয় কমিটির ডাকে মঙ্গলবার জামতলাতে রাজ্য ভিত্তিক চার দফা দাবির ভিওিতে অনুষ্ঠিত হয় 

এক বিক্ষোভ কর্মসূচী। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রলয় দে,জহর লাল দাস,দিলীপ সরকার, কেশব  চক্রবর্তী সহ প্রমুখরা। বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক প্রলয় দে বলেন পেনশন বেসরকারি করণ বাতিল করে পূর্বের ন্যায় চালু করার জন্য দাবি রাখেন। 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এবং বলেন ১০৩২৩  শিক্ষকদের অবলম্বে শিক্ষক পদে চাকুরী দেবার জন্য দাবি তোলা হয়।এবং ১৩৮ জন ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে, এটা জাতে আর দীর্ঘাহিত না হয় তার জন্য রাজ্য সরকারের 

দৃষ্টি আকর্ষণ করা হয়। অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য পাওনা ৩১% ডি,এ প্রদান করা ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জুরালো দাবি জানানো হয়  মঙ্গলবারের শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিতে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu