বিবেকানন্দ কেন্দ্র, পানিসাগর শাখার উদ্যোগে সমাপ্ত হলো এক দিবসীয় প্রশিক্ষণবর্গ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ ১৯৭০ সালে দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলাশ স্মারক , এক ভারত বিজয়ী ভারত এর উদ্দেশ্যে বিবেকানন্দ কেন্দ্র স্থাপিত হয়েছিল। দীর্ঘ প্রায় 

৫২ বৎসর পর উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমায় "বিবেকানন্দ কেন্দ্র " স্থাপন হল এবং কর্মযজ্ঞ পরিলক্ষিত করা যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে  গতকাল ২৪ জুলাই রবিবার পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে বিবেকানন্দ শিলাস্মারক,  "বিবেকানন্দ কেন্দ্র" পানিসাগর শাখার উদ্যোগে এক দিবসীয় শিক্ষা বর্গ অনুষ্ঠিত হলো। গতকাল সকাল সাত ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কয়েক দফায় শিক্ষা বর্গ অনুষ্ঠিত হয়।

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তাতে উত্তর ত্রিপুরা ও উনুকোটি জেলার ছাত্র-ছাত্রী যুবক যুবতী ও প্রবীণ নাগরিকদেরকে এক দিবসীয় বর্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গোটা ত্রিপুরায় বিবেকানন্দ কেন্দ্রের কর্মযজ্ঞ পরিচালিত হলেও এই প্রথম পানিসাগর শাখার উদ্যোগ বিবেকানন্দ শিলাস্মারক, এক ভারত বিজয় ভারত এর বিবেকানন্দ কেন্দ্রের এক দিবসীয় শিবির অনুষ্ঠিত হলো। পানিসাগর শাঁখার বিশিষ্ট কার্যকর্তা এডভোকেট নির্মল দাস ,  এক দিবসীয় শিক্ষা বর্গ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আলোচনা করেন। বিবেকানন্দ কেন্দ্র একটি আধ্যাত্মিক সবা প্রতিষ্ঠান। মনুষ্য নির্মাণ ও রাষ্ট্রের পুনরুত্থান এই দুইটি লক্ষ্য নিয়ে বিবেকানন্দের কেন্দ্রের ২৪৫ টি শাখা নিয়মিত যুগবর্গ,  

সংস্কার বর্গ,  স্বাধ্যায় বর্গ ও কেন্দ্রবর্গ পরিচালনা করে থাকে। এছাড়াও যোগসত্র,  ব্যক্তিত্ব বিকাশ শিবির,  যুব প্রেরণা শিবির, শিক্ষা,  স্বাস্থ্যব্যবস্থা, গ্রামীণ জনজাতির উন্নয়ন,  ও ব্যক্তির দক্ষতার বিকাশ ইত্যাদি বিষয়ের উপর  "বিবেকানন্দ কেন্দ্র"  থেকে সমাজে কাজ করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu