সবুজ ত্রিপুরা
২৬ জুলাই
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহাকুমার কাঞ্চনপুর কলোনি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের
নিলি রুং রিয়াং নামে এক উপজাতি ছাত্রী এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫ টি বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এই ছাত্রীর মোট প্রাপ্ত নাম্বার ৪৫০ , বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার ১০০ তে ৯৮ , ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার ১০০তে ৯০, রাষ্ট্রবিজ্ঞানে প্রাপ্ত নম্বর ১০০তে ৮৭, ইতিহাসে প্রাপ্ত নাম্বার ১০০তে ৯৩, শিক্ষাবিজ্ঞানে প্রাপ্ত নাম্বার ১০০তে ৮২ ।
কৃষক পরিবারের মেয়ে নিলীরুং রিয়াং-এর স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে পুলিশ অফিসার হওয়ার। নিলি রুং রিয়াং এর এই সাফল্যের জন্য গোটা কাঞ্চনপুর মহকুমায় এক খুশির বাতাবরণ পরিলক্ষিত করা যায়।
0 মন্তব্যসমূহ