সবুজ ত্রিপুরা
২৬ জুলাই
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ আজ ২৬শে জুলাই ২০২২ ইং মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় একলব্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে
ধর্মনগর কালি দীঘির পাড় এলাকায় একটি সাফাই অভিযান করা হয়। সংস্থার ২০ জন সদস্য এই সাফাই অভিজানে অংশগ্রহণ করে। সাফাই অভিযান শেষে সংস্থার সভাপতি শ্রীযুক্ত জয়দ্বীপ নাথ জানিয়েছেন যে আজাদীকা অমৃত মহৎসব কে সামনে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
রেখে সংস্থার এই মহতি উদ্যোগ। তৎসংগে আগামী ২৯শে জুলাই একলব্য সংস্থার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ৫০টি বৃক্ষ রোপণ করা হবে। কয়েকটি ডাস্টবিন সঠিক স্থানে ব্যবহারের জন্য আবর্জনা মুক্ত রাখতে
সেগুলি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে ২৯শে জুলাই। আগামী দিনেও একলব্য সংস্থার উদ্যোগে সমাজ সেবামুলক আরো কর্মসূচি গ্রহন করা হবে।
0 মন্তব্যসমূহ