আজ কারগিল বিজয় দিবস উপলক্ষে তেরেঙ্গা যাত্রা ও প্রভাত ফেরি-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ আজ কারগিল বিজয় দিবস উপলক্ষে, সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কদমতলা কুর্তি বিধানসভায় যুব মোর্চার 

উদ্যোগে বাংলা যাত্রা অনুষ্ঠিত হয়। কারিগিলের শহীধ দের প্রতি শ্রদ্ধা ও ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে গোটা রাজ্যেই তেরেঙ্গা যাত্রা  ও প্রভাত ফেরি করেছে যুব মোর্চা। চুরাইবাড়ি সেইলট্যাক্স 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গেইট সংলগ্ন বিজেপি অফিস থেকে তেরেঙ্গা যাত্রা শুরু হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি এসটি পাড়া অবধি ঘুরে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। এই তেরেঙ্গা যাত্রায় উপস্থিত 

ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, মন্ডল সভাপতি রাজা ধর, যুব মোর্চার মণ্ডল সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি জন্মজিৎ কানু সহ অন্যান্যরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu