এম জি এন রেগার সিপিআই সাইনবোর্ড নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৬ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ এম জি এন রেগার সিপিআই সাইনবোর্ড নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর। ঘটনা কালাছড়া ব্লকের অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা 

যায় ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর গ্রাম থেকে শহর উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বিজেপি আইপিএফটি জোট সরকার। কিন্তু ওই টাকা উন্নয়নের নাম করে লুটে খাচ্ছে কিছু সরকারি কর্মচারী থেকে শুরু করে গ্রামের প্রধান  উপপ্রধান সহ কিছু চুনোপুটি নেতা, শুধু নেতা নয় এরা হচ্ছে সেলফি নেতা। তারাই বিজেপি সরকারকে বদনাম করছে, তাদের একটি উদ্দেশ্য নিজের পকেটস্থ করা ছাড়া আর কিছু না, জনগণের উন্নয়নের কথা ভাবেনা ওই চুনোপুটি নেতা সহ আমলারা।তাই গ্রামবাসীরা প্রতিবাদে এগিয়ে এলেন সোমবার। জানা গেছে পূর্বহুরুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ২০২১ এর জুন মাসে গ্রামের কাচা নালা অর্থাৎ ড্রেন সংস্কারের কাজ হয়েছিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আর সেই কাজগুলোর দায়িত্বে ছিলেন গ্রাম পঞ্চায়েতের দুইজন জে আরএস যথাক্রমে প্রাণ কুমার রায় 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ও বিজিত দাশগুপ্তা। তাদের তত্ত্বাবধানে সেই সময়ে বেশ কিছু কাজ করেছিলে জিআরএস। আর সেই কাজের সিপিআই বোর্ড না লাগিয়ে এক বছর পর সিপিআই বোর্ড লাগিয়েছেন তাও নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। সি পি আই বোর্ডে লেখা রয়েছে একটি বোর্ড বানানোর জন্য সরকার ব্যয় করেছে ৫৪০০ টাকা কিন্তু সেই টাকা খরচ না করে অল্প টাকায় নিম্নমানের বোর্ড বানিয়ে লাগিয়ে দিচ্ছে জিআরএস। বোর্ড বসিয়ে যেতে না যেতে ই ভেঙ্গে পড়ছে সাইনবোর্ড গুলো। উক্ত পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি সহ এলাকা বাসি অভিযোগ করেছেন ওই সিপিআই বোর্ডটি পাঁচ হাজার ৪০০ টাকা ব্যয় করা তো দূরের কথা এক হাজার টাকা ব্যয় হয়নি বলে অভিযোগ তাদের। বাকি টাকা কে আত্মসাৎ করেছে সেটাই প্রশ্ন গ্রামবাসীর । 

অপরদিকে GRS প্রাণ কুমার রায় ও বিজিত দাশগুপ্তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেন স্থানীয়রা। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। এদিকে পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের গোটা দুর্নীতির বিষয় নিয়ে গ্রামবাসী সহ পঞ্চায়েত সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu