সবুজ ত্রিপুরা
২৬ জুলাই
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার ধর্মনগর অফিসটিলা স্থিত এিপুরা গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় উওর ও ঊনকোটি জেলার বিদ্যুৎ ঠিকেদার এবং আসামের গৌহাটির ভিস্তা প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা নিয়ে এক জরুরি বৈঠক।এতে উপস্থিত
ছিলেন ভিস্তা প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মিস্টার হাজারিকা।এছাড়াও উওর জেলার চৌদ্দ জন ও ঊনকোটি জেলার নয় জন ঠিকেদার।ঘটনার বিবরনে যানা যায় যে,রাজ্যে জোরে বিদ্যুৎ দপ্তরের উদ্দ্যোগে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণের লক্ষমাএা নিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মুখি প্রজেক্ট সৌভাগ্য
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জোযনার মাধ্যমে বিদ্যুৎ সম্প্রসারন করা হয়।আর এই ধরনের প্রজেক্টের কাজের বরাত দেওয়া হয় প্রতিটি জেলার নিজ নিজ ঠিকেদারদের।অতচ দীর্ঘদিন যাবৎ কাল থেকে এই প্রজেক্টের মাধ্যমে স্থানীয় ঠিকেদার গন কাজ সমাপ্ত করেও লক্ষ লক্ষ টাকার বকেয়া বিল পাচ্ছে না।তাই উওর ও ঊনকোটি জেলার সকল ঠিকেদার গন কৌশল করে ভিস্তা নামক প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ও ক্যাশিয়ার কে নিয়ে ধর্মনগরে বৈঠকে বসে।দীর্ঘক্ষন আলোচনা চলার পর বকেয়া টাকা পাবার বিষয়ে সঠিক কোন সুরাহা না হওয়াতে ক্ষিপ্ত হয়ে উটে উপস্থিত ঠিকেদার গন।তাই ঠিকেদার গন সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত ক্রমে প্রজেক্ট ম্যানেজার ও ক্যাশিয়ার কে সাফ জানিয়ে দেয় আগামী ২৪ ঘন্টার মধ্যে বকেয়া বিলের পঞ্চাশ শতাংশ না পেলে প্রজেক্ট ম্যানেজার সহ ক্যাশিয়ার কে যেথে দেওয়া হবে না।
তাদেরকে আটকে রেখে তাদের বকেয়া টাকা পাওয়ার ব্যাপারে আন্দেলন চালিয়ে যাবেন।এতে উপস্থিত ছিলেন পানিসাগর স্থিত তিন জন ঠিকেদার।এর হলেন সুব্রত নাথ,বিশ্বাস দাস এবং উওম শীল মহাশয়েরা।
0 মন্তব্যসমূহ