নাবালক নাবালিকার পাতানো সাংসার ভেঙ্গে দিল চাইল্ড লাইন ও মহকুমা প্রসাশন-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২৯ জুলাই

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ  বিগত ২১ শে জুলাই উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা এলাকায় ঘটে যাওয়া নাবালক নাবালিকা বিবাহ কান্ডের কিনারা করতে মাঠে নামে উওর জেলা 

চাইল্ড লাইন কতৃপক্ষ এবং পানিসাগর মহকুমা প্রসাশন।ঘটনার বিবরনে যানা যায় যে,জ্বলাবাসা এলাকার কলেজ পড়ুয়া নাবালক পুএ পাশ্ববর্তী এলাকার স্কুল পড়ুয়া নাবালিকা কন্যাকে নিয়ে পালিয়ে বিয়ে করে।তবে আশ্চর্যের বিষয় হলো নাবালিকা কন্যাটিকে নিয়ে পালিয়ে বিয়ে করে বহাল তবিয়তে নিজ বাড়িতে সপ্তাহকাল ব্যাপী সুখের সংসার পাতলেও নাবালিকা কন্যাটির পরিবার সুএে কোন এক অজ্ঞাত কারনে পানিসাগর মহকুমা প্রসাশন কিংবা পুলিশে অভিযোগ জানানো হয় নি।পরিশেষে আজ ২৭ শে জুলাই নড়েচড়ে বসে উওর জেলার চাইল্ডলাইন কতৃপক্ষ এবং পানিসাগর পুলিশ প্রসাশন।

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এই মর্মে ধর্মনগর স্হিত চাইল্ডলাইনের সদস্য সদস্যা এবং পানিসাগর মহকুমা প্রসাশনের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস ও পানিসাগর থানার পুলিশ অফিসার রন্জিত চৌধুরী মহাশয় সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় জ্বলাবাসা স্থিত নাবালক ছেলেটির বাড়িতে।নাবালক ছেলেটির অভিবাবকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা ক্রমে চাইল্ড লাইন 

কতৃপক্ষের নির্ধারিত নিতি নির্ধেশিকা অনুযায়ী নাবালিকা কন্যাটিকে নিয়ে যাওয়া হয়  জ্বলাবাসা স্থিত ওদের বাড়া বাড়িতে।সেখানে গিয়ে কাউকে না পেয়ে নাবালিকার বয়ান অনুযায়ী যাওয়া হয় দেওছড়া স্থিত নাবালিকা কন্যার মামার বাড়িতে।সেখানে গিয়ে নাবালিকা কন্যাটিকে তোলে দেওয়া হয় চাইল্ড লাইনের আইনি প্রক্রিয়া মোতাবেক বাবা ও মায়ের হাতে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu