রাস্তা ও ষ্টীল ব্রিজ সংস্কারের দাবীতে পথ অবরোধ করলো এলাকাবাসী-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২৯ জুলাই

শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ লালছড়ার পর এবার ঢুপিরবন্ধ গ্রামে বেহাল রাস্তা ও  ষ্টীল ব্রিজ সংস্কারের দাবীতে পথ অবরোধ করলো এলাকাবাসী । ঘটনা ধর্মনগরের যুবরাজনগর বিধানসভার অন্তর্গত 

ঢুপিরবন্ধ গ্রামের চার নম্বর ওয়ার্ডে । ঘটনার বিবরণে জানা যায় প্রায় দুই বছর ধরে ঢুপিরবন্ধ গ্রামের চার নম্বর ওয়ার্ডের মূলরাস্থা ও ষ্টীল ব্রিজেটির বেহাল দশার ফলে চরম দুর্ভোগে আছেন স্থানীয়রা । বারবার রাস্থা ও স্টিল ব্রিজ সংস্কারের দাবী জানালেও কোন কর্ণপাত করছেনা গ্রামের প্রধান সহ অন্যান্য  মেম্বাররা। ফলে দীর্ঘদিন থেকেই এলাকার মানুষের মধ্যে চাপাক্ষোভ পুঞ্জিভূত হয়ে চলেছে।কিছুদিন পূর্বে  এলাকার  নতুন রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার থেকে প্রায় সাড়ে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা খরচ করা হয়। ঐ টাকায় রাস্তার কিছু পরিমান মাটি কাটিং ও লেভেলিং ছাড়া কোন প্রকার কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের । তাই এবার ধর্মনগরের  ঢুপিরবন্ধ গ্রামের চার নম্বর ওয়ার্ডে রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে স্থানীয় জনগন বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বসে । ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ । দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন যুবরাজনগরের বিডিও অভিজিৎ দাস । 

তিনি পথ অবরোধকারীদের আশ্বস্ত করেন,দ্রুত ষ্টীল ব্রিজটি মেরামতি করা হবে এবং পনেরো থেকে কুড়ি দিনের মাথায় রাস্তা সংস্কার করা হবে । অবশেষে বিডিওর আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। তবে দীর্ঘক্ষন পথ অবরোধের ফলে আংশিক যান চলাচল বিঘ্নিত হয় ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu