শহরের উপকন্ঠে লাগানো জায়েন্ট স্কিন ফের অকেজো হয়ে পরে আছে দীর্ঘ কয়েক মাস ধরে বলে অভিযোগ-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২৯ জুলাই

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ প্রাক্তনের পাপের বোঝা বহন করছে বর্তমান পৌরপিতা। এবার উন্নয়নের কাজ কিংবা শহর উন্নয়নে সর্বএে কেবল মারিং মারিং। কয়েক লক্ষ টাকা ব্যায় করে শহরের উপকন্ঠে 

লাগানো জায়েন্ট স্কিন ফের অকেজো হয়ে পরে আছে দীর্ঘ কয়েক মাস ধরে বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া শহরের প্রান কেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায়। শহরকে সুন্দরায়ন করার লক্ষে এলাকার বিধায়ীকা কল্যানী রায়ের প্রচেষ্টায় তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় লাগানো হয়েছিলো জায়েন্ট স্কিন। এতে শহরের অনেকাংশেই সুন্দরায়ন ও ঘটেছিল বিধায়িকার হাত ধরে। ওই সময় তেলিয়ামুড়া পৌরপরিষদের চেয়ারম্যান ছিলেন নীতিন কুমার সাহা। যদিও বর্তমানে তিনি প্রাক্তন। তখন আচমকা ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়ে অকেঁজো হয়েছিল জায়েন্ট স্কীনটি। তৎকালীন চেয়ারম্যান নীতিন কুমার সাহা মোটা অঙ্কের বিল তৈরী করে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গোঁজামিল দিয়ে জয়েন্টস স্কীনটি সংস্কার করে ফের একই স্থানে লাগানো হয়েছিল বলে খবর অফিস সূত্রে। কিন্তুু কয়েক মাস যেতে না যেতেই ফের অকেঁজো হয়ে যায় ওই স্কীনটি। ফলে এক জায়েন্ট স্কীন বাবদ লাখ লাখ টাকা উড়লো বাতাসে। তবে অফিসের ওই সূএটি জানায়,, বকেয়া বিল আটকে দিয়েছেন তেলিয়ামুড়া পৌরপরিষদ কর্তৃপক্ষ। এদিকে এই অকেঁজো জায়েন্ট স্কীন প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌরপরিষদের জুনিয়র 

ইঞ্জিনিয়ার জয়দ্বীপ বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি মুখ খুলতে নারাজ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে।  এদিকে তেলিয়ামুড়া পৌরপরিষদের বর্তমান চেয়ারম্যান রুপক সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে খবর অফিস সুত্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu