বিদ্যালয়ে নেশা সেবন চলছে অবাধে স্কুল পড়ুয়া ছাত্র-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ জুলাই

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতাধীন একটি বিদ্যালয়ে নেশা সেবন চলছে অবাধে স্কুল পড়ুয়া ছাত্র দ্বারা। ঘটনা তেলিয়ামুড়ার সদ্য বিদ্যা  জ্যোতি  প্রকল্পের তকমা পাওয়া 

মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।  ইদানিংকালে ওই বিদ্যালয়ের দ্বাদশমানের জৈনক ছাত্র নেশা সেবন করছে স্কুল চত্বরে বিদ্যালয়ের পোশাক গায়ে জড়িয়ে। এমন চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই টনক নড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস ওই দ্বাদশমানের গুণধর ছাত্রটিকে অর্থাৎ রাজু বিশ্বাস'কে ডেকে এনে খানিকটা শাসন করেই ছেড়ে দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কোন এক অজ্ঞাত কারণে গুণধর ছাত্রের অভিভাবক কে প্রসঙ্গটি জানায়নি। এতে বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রী সহ একাংশ শিক্ষক শিক্ষিকারের মধ্যে কানাগোঁসা চলছে বিদ্যালয় চত্বরে। প্রশ্ন থেকে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ ওই গুণধর ছাত্রের গুরুতর অভিযোগ পেয়ে কেন তার অভিভাবক'কে জানানোর প্রয়োজন মনে করেনি। তবে কি বিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতীত্বের পথ অবলম্বন করছে, তাছাড়া বিদ্যালয়টিতে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে গোটা বিদ্যালয় চত্বর'টি গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। তাছাড়া বিদ্যালয়  চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খালি সিগারেটের 

প্যাকেটের পাশাপাশি অসংখ্য নেশা সামগ্ৰী।ক্রমান্বয়ে সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়'টির নেশা সেবন কেন্দ্র হিসেবে পরিণত হচ্ছে না তো (!) এমনটাই প্রশ্নের উঁকি মারছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu