ত্রিপুরা কংগ্রেসের প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ জুলাই

শুক্রবার

ধর্মনগর  প্রতিনিধিঃ শুক্রবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে ত্রিপুরা কংগ্রেসের প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান আগামী ২১ জুলাই সারা দেশের সাথে 

এই রাজ্যেও কংগ্রেস কর্মীরা ধর্নায় শামিল হচ্ছে। বিরজিৎ সিনহার সাথে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি নিরূপম দে কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী সহ অন্যান্যরা । বিরজিৎ সিনহা বলেন কেন্দ্রের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি ষড়যন্ত্র করে একের পর এক কংগ্রেস নেতাদের ইডির মাধ্যমে হেনস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছে । তার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস ধিক্কার জানায় । আগে রাহুল গান্ধীকে ইডি জেরা করেছিল,এখন ২১ জুলাই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জেরা করার নোটিশ জারি করা হয়েছে । তাই ২১ জুলাই সারা ভারতবর্ষে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রতিটি রাজ্যের ই ডি অফিসের সামনে কংগ্রেস নেতৃত্বরা ধর্নায় বসবে । ত্রিপুরাতে ইডিএ র হেডকোয়ার্টার রয়েছে উষা বাজারে সেখানে হাজার হাজার কর্মী সমর্থকরা কেন্দ্রীয় সরকারের এই নীতিকে ধিক্কার জানিয়ে ধর্নায় বসবে । তাছাড়া ২২ জুলাই প্রতিটি জেলা অফিসের সামনে কংগ্রেস কর্মীরা ধর্না আন্দোলনের শামিল হবে। তাই উত্তর জেলা 

জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে তিন দিনের যে ধর্মঘট ডাকা হয়েছিল তা আপাতত স্থগিত করা হয়। সকল কংগ্রেস কর্মী সমর্থকদের দলে দলে আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu