লক্ষ টাকা দিলেও মামলা নিষ্পত্তি করেনি এস আই দীপঙ্কর দেবনাথ, ক্ষোভ অভিযুক্তদের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ জুলাই

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ জানা যায় গত ৪ মাস আগে অর্থাৎ ১৭-৩-২০২২ ইং তারিখে বেলা বারোটা ৩০ মিনিট নাগাদ বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিট এবং মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ চন্দুল ঝরঝরিয়া এলাকার জুনিয়র বেসিক স্কুলের পাশে একটি 

রাবার বাগান থেকে অবৈধ চোরা কাঠ মেশিন ধরতে গিয়ে বেধড়ক মার খেয়েছেন বনদপ্তর এর বেশ কয়েকজন আধিকারিক । বনদস্যুদের মারে গুরুতরভাবে আহত হয়েছেন বনদপ্তর এর আধিকারিক স্বদেশ দেববর্মা ,লিটন দাস ,তাপস দাস ও বনরক্ষীদের ইনচার্জ শ্রী স্বপন কুমার সাহা মোট ৬ জন । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে দিন তাদেরকে মেলাঘর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল । এ ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রাপুর বক্সনগর প্রোডাকশন ইউনিটের ইনচার্জ শ্রী স্বপন কুমার সাহা মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেন । এ মামলায় প্রধান আসামি করে অভিযুক্ত করা হয়েছে আমির হোসেন, পিতা মৃত হায়দার আলীকে। জানা যায় তার বাড়ি মোহনভোগ চন্দুল এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ডে এলাকায়। দুই নাম্বার 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আসামি করা হয়েছে আনোয়ার হোসেন কে, তার বাড়ি মোহনভোগ এলাকার কুকিয়া ছড়া গ্রামে। তারপরে রয়েছে অবৈধ কাট ব্যবসার নতুন কৌশল গড়ে তোলা বিশ্বজিৎ দেববর্মা পিতা রাম বাঁশি দেববর্মা । বাড়ি দশরথ বাড়ির এডিসি ভিলেজের বৈরাগীমুড়া এলাকায়। এবার আসা যাক মূল কাহিনীতে জানা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে চার মাসের উপর অতিক্রান্ত হয়ে গেলেও মেলাঘর থানার পুলিশ আসামি ধরতে  সম্পূর্ণভাবে ব্যর্থ । এবং আসামিগণ আগাম জামিন নিয়ে সে পুরনো কায়দায় চলতে শুরু করেন। এখন প্রশ্ন উঠেছে ডিউটিরত অবস্থায় বনকর্মীদের উপর আক্রমণের পরেও আসামি কি করে আগাম জামিন পায়।  সূত্রে খবর এই ঘটনার পর আসামিগণ মেলাঘর থানার এসআই দীপঙ্কর দেবনাথ এর সঙ্গে অভিযুক্তদের মামলা হালকা করার জন্য মেলাঘর থানার এক কনস্টেবল এর মাধ্যমে মোটা অংকের টাকার চুক্তি হয়। সেই মোতাবেক মেলাঘর থানার এসআই দীপঙ্কর দেবনাথ কে অভিযুক্তরা ওই কনস্টেবল এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন। এবং অভিযুক্তরা এত বড় ঘটনা করার পরেও মেলাঘর থানার পুলিশ মোটা অংকের টাকা খেয়ে মেলাঘর থানার পুলিশ আগাম জামিনের ব্যবস্থা করে দেন। এবং এসআই দীপঙ্কর দেবনাথ অভিযুক্তদের সঙ্গে  কথোপো পতনের মাধ্যমে বলে এই মামলা তোদের কিছু হবে না এবং তিনি এই গ্যারান্টি নিয়েছেন তিনি আরো বলেন আমি কত মামলা শেষ করেছি এ মামলা আমার কাছে কোন ব্যাপার না। জানা যায় এই মামলার আয়ু এসআই দীপঙ্কর দেবনাথ গত কিছুদিন আগে মেলাঘর থানা থেকে সোনামুড়া থানায় বদলি করা হয়। এবং বনকর্মীদের আক্রমণের সঙ্গে জড়িত মামলাটি মেলাঘর থানার অন্যজনের হাতে চলে যায়। এবং নতুন করে বন কর্মীদের আক্রমণের উপর মামলা প্রাপ্ত আসামিগণের কাছে ওই মামলার নোটিশ আসে। তাতে এই নোটিশ দেখে আসামিগণ এর চক্ষু চারক গাছ হয়ে ওঠে । কারণ তারা তখনকার সময় মেলাঘর থানার এসআই দীপঙ্কর দেবনাথের সঙ্গে যে টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল সেখানে কথা হয়েছিল মামলাটি নিষ্পত্তি করা হবে। কিন্তু নতুন করে আসামিগণের কাছে ওই মামলার নোটিশ আসলে আসামিগণ দাবি করেন ৫০ হাজার টাকা দিয়েছি।  এদিকে সূত্রের খবর এসআই দীপঙ্কর দেবনাথ এক লক্ষ টাকার চুক্তি হলেও তিনি হাতে পেয়েছেন ৫০ হাজার টাকা, বর্তমানে দীপঙ্কর দেবনাথ সোনামুড়া থানায় কর্মরত রয়েছেন। কিন্তু আসামিগণ যে মারফতে 

এস আই দীপঙ্করের সঙ্গে ১ লক্ষ টাকার চুক্তি হয়েছিল সেই মারফতে দীপঙ্কর দেবনাথ ৫০ হাজার টাকা পেয়েছেন। আর এই সমস্ত ঘটনাগুলি বন্ দপ্তরের এস ডি এফ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এর কাছে জানাবেন এবং এসআই দীপঙ্কর সহ মেলাঘর থানার কিছু পুলিশের বিরুদ্ধে মামলা করবেন বলে যানাযায়। এখন দেখার বিষয় উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার কি ব্যবস্থা গ্রহণ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu