ধর্মনগরে উত্তর জেলাভিত্তিক বিনামূল্যে বুস্টার ডোজের উদ্বোধন করলেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর অরুনাভ চক্রবর্তী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৬ জুলাই

শনিবার

ধর্মনগর প্রতিনিধিঃ শুক্রবার সকাল ধর্মনগর পদ্মপুরস্থিত নগর স্বাস্থ্য কেন্দ্রে ১৮ থেকে ১০০ বছর পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হলো । 

উদ্বোধন করেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী । তিনি জানান এতদিন পর্যন্ত শুধুমাত্র ৬০ বছরের উপর যারা রয়েছে তাদের বুস্টার  ডোজ বিনামূল্যে দেওয়া হত । কিন্তু ১৩ জুলাই থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঠিক করে যে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এখন থেকে ১৮ থেকে ১০০ বছর পর্যন্ত সবাইকে এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হবে । তাই তড়িঘড়ি করে ধর্মনগরের পদ্মপুরের নগর স্বাস্থ্য কেন্দ্রে এই ডোজ দেওয়ার কাজ শুক্রবার সকাল 

থেকে শুরু হয় । তিনি আরো জানান উত্তর জেলায় ১০০ শতাংশ বুস্টার ডোজ কি করে দেওয়া যায় তার ওপর স্বাস্থ্য বিভাগ প্রচন্ড সচেতন এবং দরকারে বেশ কিছু সচেতনতা শিবির করে মানুষের মধ্যে এই ডোজের গুরুত্ব বোঝানো হবে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu