বাইকের চাকায় প্রাণ গেল নয় বছর বয়সী শিশু পুত্রের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ জুলাই

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  দ্রুতগতিতে থাকা এক খাকি উর্ধিধারী পুলিশ কনস্টেবলের বাইকের চাকায় প্রাণ গেল নয় বছর বয়সী শিশু পুত্রের। প্রতিবাদে পথ অবরোধে শামিল স্থানীয় জনগণ। এই ঘটনা সংগঠিত হয়েছে তেলিয়ামুড়ার লালটিলা এলাকায়।

খবরে জানা যায়,, তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকার বাসিন্দা, কেবল নন্দীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নয় বছর বয়সী শিশু পুত্র ছোটন নন্দী রাস্তা পার হতে যাওয়ার সময় দ্রুতগতিতে থাকা TR04C7563 নম্বরের অ্যাভেঞ্জার বাইক চালিয়ে গন্ডাছড়া থানার কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেবাশীষ সেন তার ঘিলাতলী স্থিত বাড়ি থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে ছোট্ট ছোটন নন্দীকে সজোরে  ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছোটন। ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করে ফেলাতে গণপিটুনির ভয়ে তড়িঘড়ি গন্ডাছড়া থানার কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেবাশীষ সেন ঘটনাস্থল থেকে গুরুতর আহত ছোটন নন্দী'কে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দিয়ে  চম্পট দেয়। তখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ছোট্ট ছোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। কিন্তু জিবি হাসপাতালে পৌঁছে চিকিৎসা চলাকালীন সময়ে চিকিৎসকদের সব চেষ্টাকে বৃথা করে না ফেরার দেশে পাড়ি দেয় নয় বছর বয়সি শিশুপুত্র ছোটন নন্দী। ঘটনার খবর পৌঁছায় এলাকায়। তখন এলাকার এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়া খোয়াই সড়ক পথ অবরোধে বসে। দীর্ঘক্ষণ চলতে থাকে 

তাদের এই পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া থানার ও.সি সুবিমল বর্মনের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে এলাকার শাসকদলীয় মাতব্বর পথ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। মৃত শিশুর পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা একসময় ওই মাতব্বরকে তেড়ে যায় মারার জন্য। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে পথ অবরোধ।

তেলিয়ামুড়া  থানার পুলিশ বাবুরা ওই খাকি উর্দিধারী পুলিশ কনস্টাবলের বাইকটি তেলিয়ামুড়া থানায় নিয়ে গেলে ও থাকি উর্দীধারী পুলিশ কনস্টেবল'কে পাকড়াও করতে ব্যার্থ। স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি খাকি ঊর্ধ্বিধারী পুলিশকে বাঁচাতে শেষ পর্যন্ত আদা জল খেয়ে ময়দানে নেমেছে সুবিমল বর্মনের তেলিয়ামুড়া থানার পুলিশ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu