সবুজ ত্রিপুরা
১৮ জুলাই
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বারবার তেলিয়ামুড়া থানায় ফোন করে থানার পুলিশ কর্মীদের বিরক্ত এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করার অপরাধে তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর এলাকা থেকে তিন
যুবক আটক তেলিয়ামুড়া থানায়। ঘটনা রবিবার রাতে।ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার মোবাইল ফোনে কেবা কাহারা বার বার ফোন করে বিরক্ত করছিল এবং পুলিশ কর্মীদের বিশ্রী ভাষায় গালিগালাজ করছিল। পরবর্তীতে পুলিশকর্মীরা মোবাইল ট্র্যাকিং করে জানতে পারে তারা শান্তিনগর এলাকা থেকে ফোন করে পুলিশ কর্মীদের বিরক্ত করছে। পরবর্তীতে তাদের জানানো হয় তারা যেন তাদের অভিভাবকদের নিয়ে তেলিয়ামুড়া থানায় এসে দেখা করে। পুলিশের কথা অনুযায়ী রবিবার রাতে পুলিশকে ফোন করে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিরক্ত এবং গালিগালাজ করার জন্য শান্তিনগর এলাকার তিন যুবক যথাক্রমে সিদ্ধার্থ সাহা, সুকান্ত দাস ও সৌমেন সরকার অভিভাবকদের নিয়ে তেলিয়ামুড়া থানায় এলে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং উত্তম মধ্যম দেয়।পরবর্তীতে তাদের আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। রবিবার রাতেই তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করানো হয়।
তেলিয়ামুড়া থানার ও.সি জানিয়েছেন,, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান রাখেন জরুরি কালীন ফোন নম্বর গুলিতে এভাবে যাতে ফোন করে বিরক্ত না করা হয়।
0 মন্তব্যসমূহ