হেল্পিং হ্যান্ড অরগানাইজেশন এর উদ্যোগে রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

১৮ জুলাই

সোমবার

নিজেস্ব প্রতিনিধিঃ ১৭ জুলাই রবিবার ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড অরগানাইজেশন (HHO) পরিবারের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ " রক্তদান এবং বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির "। 

অনুষ্ঠানের শুভসূচনা হয় সম্মানীয় অতিথিদের দ্বারা বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে। রক্তদান শিবিরের শুভারম্ভ হয় অর্গানাইজেশন এর সভাপতি উত্তম রায় এর রক্ত দানের মধ্য দিয়ে। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের পরিবারের রিপ্রেজেন্টেটিভ মিস্টার গৌতম রায় ,সাকাইবারি গ্রামের মেম্বার মোকাদ্দাস আলী, সাকাইবারি ক্লাব এর সভাপতি সুকান্ত দেবনাথ,প্রাক্তন শিক্ষক উত্তম পাল,শিক্ষক সুনীল দাস,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রসুন ভট্টাচার্য্য, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পল চৌধুরী,বিশিষ্ট চিকিৎসক ডাক্তার 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সুদীপ শুক্ল দাস,চক্ষু শিবিরে ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি দেবনাথ. উপস্থিত ছিলেন বিভিন্ন আশাকর্মী সহ ভলেন্টিয়ারী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর সম্পাদিকা অমিতা নাথ,কোষাধ্যক্ষ অশোক ভট্টাচার্য,সদস্যা কাকলি রাওত, সর্বানি দেব,তমালিনীর ছায়া-র সদস্যা সঙ্গীতা দত্ত সহ অন্যান্যরা এবং ব্লাড ব্যাংক এর বিভিন্ন কর্মকর্তারা। আমাদের এই আয়োজনে মোট ১৯ জন রক্তদাতা রক্তদান করেন এবং ১৭৫ জন রোগী স্বাস্থ্য পরিসেবা গ্রহণ করেন। শিবিরের শেষে এক সাক্ষাৎকারে সংস্থার সম্পাদক শ্রী উত্তম রায় অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বলেন যে, 

আপনাদের সহযোগিতার জন্য আজ আমাদের এই শিবির সুসম্পন্ন ও সাফল্য মণ্ডিত হলো। এই দিনের  রক্তদান ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার শিবির কে সাধুবাদ জানিয়েছেন এলাকা শুভবুদ্ধি সম্পন্ন জনগণেরা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu