নৈশকালীন যান দুর্ঘটনা যেন নিত্যদিনের গোটা রাজ্য জুড়ে-Sabuj Tripura

  

সবুজ ত্রিপুরা

১৮ জুলাই

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নৈশকালীন যান দুর্ঘটনা যেন নিত্যদিনের গোটা রাজ্য জুড়ে নৈশকালীন যান দুর্ঘটনা যেন থামার নামই নিচ্ছে না। 

রবিবার রাতে দ্রুতগতি সম্পন্ন বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনার কবলে পড়ে আহত দুই বাইক আরোহী। ঘটনা তেলিয়ামুড়ার পুরাতন টি.আর.টি.সি সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে।জানা যায়, জন্মদিনের নেমন্তন্ন খেয়ে নিজ বাইক যুগে দুই ব্যক্তি তেলিয়ামুড়ার দিক থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে খোয়াইয়ের দিকে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টি.আর.টি.সি সংলগ্ন এলাকায় আসা মাত্রই TR01 M 8083 নম্বরের একটি বাইক দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে যান দূর্ঘটনার কবলে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পরে এবং সঙ্গে সঙ্গে বাইক চালক সহ বাইকের পেছনে থাকা এক ব্যাক্তি দ্রুতগতি সম্পন্ন বাইকটি থেকে ছিটকে পড়ে রাস্তার উপর। দুর্ঘটনায় দুজনেই আহত হয়। আহতদের নাম শিবাজ্যোতি বিশ্বাস (৩৮), দেবাশীষ দে (৩৮)। আহতদের বাড়ি খোয়াই এলাকায়। পরে স্থানীয়  পথ চলতি সাধারন মানুষরা তেলিয়ামুড়া  দমকল বাহিনীর কর্মীদের ঘটনার খবর দিলে তেলিয়ামুড়া 

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আশে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসা শুরু হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu