মৎস্য চাষীদের নিয়ে এক দিবসীয় কর্মশালা -Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২২ জুলাই

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ ২১ শে জুলাই, ২০২২ইং  ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের নিয়ে , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা (CMSPY) 

২০২২/২৩ এর অধীনে ১৮১ জন মৎসচাষীদের নিয়ে একটি একদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। দেওছড়া এবং উত্তর দেওছড়া জিপির কৃষকরা। 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দেওছড়া কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের মধ্যে ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান শ্রী লক্ষ্মীকান্ত দাস, দেওছড়া 

পঞ্চায়েত প্রধান,উপ-প্রধানসহ এসএফ/পানিসাগর শ্রী গৌতম মজুমদার। বর্তমান এই একদিনের প্রশিক্ষণ কর্মসূচীতে এস এফ/পানিসাগর শ্রী গৌতম মজুমদার বৈজ্ঞানিক ও বাণিজ্যিক মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu