সবুজ ত্রিপুরা
২১ জুলাই
বৃহস্পতিবার
কদমতলা প্রতিনিধিঃ ত্রিপুরা আইডল সিজন টু এর জুনিয়র গ্ৰুপের রাজ্য সেরা হয়েছে শুভরাজ দে। সংগীতে অত্যন্ত মেধাবী শুভরাজ পরপর দুবার রাজ্য সেরার থমকা ছিনিয়ে নেয়।
সে জানায় পড়াশোনার পাশাপাশি গানকে অত্যন্ত লালন করে, এবং রীতিমতো রেওয়াজও করে সে। সংগীত জগতে সে ত্রিপুরা রাজ্যের তাবর তাবর সংগীত গুরুদেব কাছ থেকে পাট নিয়েছে সে। ভবিষ্যতেও ভারতের বিভিন্ন রিয়ালিটি গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্ৰহী সে।সে রাজধানীর বাধারঘাটের বাসিন্দা হলেও চুরাইবাড়িতে রয়েছে অসংখ্য আত্মীয় পরিজনরা।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, গত ২৯ জুন থেকে ত্রিপুরা আইডল সিজন টু এর অডিশন শুরু হয় ৮৬ জন প্রতিযোগী নিয়ে। সেখান থেকে এক এক ধাপ করে এগিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের শিরোপা দখল করে শুভরাজ। সে আধুনিক গান থেকে শুরু করে বলিউড ও দক্ষিণী ছবির গানও অনায়াসে গাইতে পারে।
সে গানের জগতে অনেক দূর এগিয়ে যেতে চায় এমনকি ভবিষ্যতে প্লেব্যাক সিঙ্গারও হতে চায় সে। তবে গানের জগতে তাকে তার মা, বাবা ছাড়াও তার দাদু,দিদিমা ও তার সংগীত গুরুরা প্রতিনিয়ত উৎসাহ দান করেন।
0 মন্তব্যসমূহ