নানা সমস্যায় ভোগেছে মানিক রায় কলই পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ জুলাই

বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলিয়ে ২৯ জন ছিল। বর্তমানে একজন শিক্ষিকা অন্যত্র বদলি হওয়ার কারণে ওই বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের সংখ্যা দাঁড়ালো ২৮ জন। 

অথচ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন একটি প্রাচীনতম বিদ্যালয় হিসেবে পরিচিত ওই বিদ্যালয়'টি। এই বিদ্যালয়টির নাম মানিক রায় কলই পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়টিতে যেমন পানীয় জলের সমস্যা এবং চৌদিকে নেই কোন প্রাচীর ফলে  ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। সংবাদে জানা যায়,, মানিক রায় কলই পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে প্রাথমিক এবং দুপুর মিলিয়ে ২৬ জন ছাত্র-ছাত্রী এবং ৩ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরে নির্দেশে এক শিক্ষিকা অন্যত্র বদলি হয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ আরো সমস্যায় পড়ে যায় ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের বিষয় নিয়ে। একসাথে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রত্যেকটি শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষিকারা যেতে পারেন না ছাত্র-ছাত্রীদের পাঠদান দেওয়ার জন্য। কারণ, বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার সঙ্কট দীর্ঘ বছরের পর বছর ধরে। অথচ শিক্ষক সঙ্কটের প্রসঙ্গটি যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে কর্তৃপক্ষ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কর্তৃপক্ষ। কোন এক অজ্ঞাত কারণে বিদ্যালয় পরিদর্শক কর্তৃপক্ষ ওই বিদ্যালয়ের শিক্ষক সঙ্কটের সমস্যাটি নিরসনে উদ্যোগী হচ্ছেন না বলে অভিযোগ। এদিকে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কর্তৃপক্ষ অনেকটাই ফুল বাবুর মতো। এদিকে প্রয়োজনীয় শিক্ষকের সঙ্কটে ছাত্র-ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ।অন্যদিকে, ব্রহ্মছড়া এলাকার ওই বিদ্যালয়টির পাশেই ইংরেজি মাধ্যম মিশনারী বিদ্যালয় থাকার কারণে মানিক রায় কলই পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যাটা কম।অন্যদিকে, বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার দিকে তাকালে প্রথমেই থেকে যায় পানীয় জলের সমস্যা। উপরন্তু 

বিদ্যালয়টির চৌদিকে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। তবে রাজ্যে শিক্ষা বিপ্লব চলছে, শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়নের প্রসার ঘটেছে, কিন্তু মানিক রায় কলই পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের দৈন্যতা বর্তমান সময়কালেও বিদ্যমান। তবে কি আদৌ শিক্ষাবিপ্লব হচ্ছে রাজ্যে  ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu