সবুজ ত্রিপুরা
২২ জুলাই
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এন.ডি.এ সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মু -কে ভারতের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার
বিকেল নাগাদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে চাকমাঘাট এলাকা থেকে এক অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয়। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব সহ অন্যান্যরা।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এ দিনের এই অভিনন্দন মিছিলটি কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাটের কৃষ্ণপুর মন্ডল অফিস থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয় এসে সমাপ্ত হয়। এদিনের এই মিছিলে অংশগ্রহণকারী মানুষজন দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায় এই অভিনন্দন রেলী সম্পর্কে বলতে গিয়ে,,,, বিজেপি জনজাতি মোর্চার ত্রিপুরা রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তার পাশাপাশি আগামী দিনগুলিতে ভারতবর্ষের সংবিধান এবং
পরিকাঠামো রক্ষায় নবনির্বাচিত ভারতের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি হিসেবে দেশকে সঠিক দিশায় নিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই মিছিলে জনগণের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ