প্রনয়ের সম্পর্কে এক নাবালক ও নাবালিকা জুটি পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে মামলা গড়ালো চাইল্ড লাইনে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ জুলাই

বুধবার

কদমতলা প্রতিনিধিঃ প্রনয়ের সম্পর্কে এক নাবালক ও নাবালিকা জুটি পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে মামলা গড়ালো চাইল্ড লাইনে। মামলাকারী খুদ মেয়ের পরিবার। জানা গেছে, গত ৩০ 

জুন কদমতলা থানাধীন কালাগাঙ্গেপার পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের সুমন নাথের (পরিকল্পিত নাম) সঙ্গে ধর্মনগর থানাধীন বরুয়াকান্দি গ্রামের পারমিতা নাথের (পরিকল্পিত নাম) গভীর প্রেমের সম্পর্ক ছিল।দুজনই বর্তমানে নাবালক। তাই পর পর একাধিকবার ধর্মনগর চাইল্ড লাইনে অভিযোগ জানানো হলে চাইল্ড লাইনের কর্মীরা নড়েচড়ে বসেন। তারা মামলা হাতে নিয়ে নাবালক ছেলে ও তার পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

করেন। কিন্তু এতদিন মেয়ের বাড়ির লোকেরা তাদেরকে সহায়তা করলেও ছেলে ও তার বাড়ির লোকজনরা কোনভাবেই পুলিশ ও চাইল্ড এর কর্মীদের সহযোগিতা করেনি।কিন্তু যখনই চাইল্ড লাইনের কর্মীরা তাদের খুঁজে কালাগাঙ্গেরপার স্থিত তাদের বাড়িতে যান তখনই দুজনে পালিয়ে যায়। অবশেষে আজ মঙ্গলবার চাইল্ড লাইন ও ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্ত সহ কদমতলা থানার পুলিশ ছেলের বাড়ি থেকে 

দুজনকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সেখানে ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্ত ছেলের পরিবারের লোকজনের সামনে সমঝোজতার জন্য একটি মুচলেকা তৈরি করেন।সেখানে উল্লেখ ছিল দুজনেই যদি বিয়ে করতে হয় তাহলে প্রাপ্তবয়স্ক হলে পরিবারের অনুমতিতে বিয়ে করতে পারে। অন্যতায় বর্তমানে নাবালক জুটি একত্রিত বসবাস করতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu