সবুজ ত্রিপুরা
১২ জুলাই
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ দুটি পৃথক পৃথক অনুষ্টানের মধ্যে দিয়ে শনিবার উত্তর জেলায় বিরাশি জন কৃষককে সংবর্ধনা জানালো কৃষান মোর্চ্চা।
এদিন এক জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে প্রথমে উত্তর ত্রিপুরার কদমতলা এলাকার বাহান্নটি বুথ এলাকার বাহান্ন জন অন্নদাতা কৃষকদের সংবর্ধনা প্রদান করে কুর্তি মন্ডল কৃষান মোর্চা।স্থানীয় চন্দ কলা টাউন হলে এই অনুষ্টানটি অনুষ্টিত হয়।প্রদীপ প্রজ্বলন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
করে শুরু হওয়া অনুষ্টানের শুরুতে উপস্থিত বাহান্ন জন কুষকদের গামছা ও ছাতা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা কৃষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ উত্তর জেলার কৃষান মোর্চার সভাপতি বৃন্দাবন নাথ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ প্রমুখ।অপরদিকে এদিন
বিকেল তিনটে নাগাদ দ্বিতিয় অনুষ্টানটি অনুষ্টিত হয় পানিসাগর রৌয়া কমিউনিটি হলে।এতে পানিসার মন্ডলের কৃষান মোর্চার উদ্যোগে সেখানকার আরও ত্রিশ জন অন্নদাতা কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।ভিন্ন মাত্রায় আয়োজিত দুটি অনুষ্টানে উপস্থিত থেকে সংবর্ধিত কৃষকেরা আয়োজকদের এহেন অনুষ্টানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
0 মন্তব্যসমূহ