সবুজ ত্রিপুরা
৬ জুলাই
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ আসাম রাজ্য সরকারের ঘোষিত নেশা বিরোধী অভিযানের অঙ্গ স্বরুপ দিনরাত এক করে কাজ করে চলছে প্রশাসন।ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোথায়ও না কোথা
প্রশাসনিক অভিযানে ধরা পড়ছে মাদক কারবারিরা।এর থেকে পিছিয়ে নেই আসাম~ত্রিপুরা রাজ্য সীমান্তের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ।স্থানীয় পুলিশের তৎপরতায় কিছুদিন পরপর উক্ত চেক পোষ্টে মাদক সহ ধরা পড়ছে মাদক বেপারিরা।বুধবার অনুরুপ এক অভিযানে চুরাইবাড়ি পুলিশের হাতে একটি কন্টেইনার বোজাই প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ সহ ধরা পড়ল লরির চালক ও সহ চালক।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এ মর্মে গেইট ইনচার্জ নিরঞ্জন দাস জানান যে।বুধবার সকাল অনুমানিক আটটা নাগাদ উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে বেসরকারি আজাদ ট্রান্সপোর্ট সংস্থার RJ09 GD 3391 নম্বরের একটি দশ চাকার লরি ত্রিপুরায় প্রবেশরে মুখে স্থানীয় নাকা চেকিংয়ের পুলিশ কর্মীরা গাড়িটিতে যথারীতি তল্লাশি করলে গাড়িতে থাকা বিভিন্ন খুচরো সামগ্রীর ভিতর থেকে ছাব্বিশ বস্তায় মোট আট হাজার তিন`শ বোতল এসকাফ নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার হয়।চোরা বাজারে আটককৃত কফ সিরাফের বাজার মুল্য পঞ্চাশ লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে কন্টেইনার চালক ও সহযোগি চালককে আটক করা হয়েছে।তাদের নাম যথাক্রমে মহম্মদ ফরাজ ২৮ পিতার নাম নুর মহম্মদ।বাড়ি
উত্তর প্রদেশের আমরহা জেলার সিহাটনাংলি থানাধীন হাসানপুরে এবং সমির আহমদ ১৮৮ পিতার নাম আজিম আহমদ।বাড়ি সেখানকার বিজনর জেলার ধমপুরে।ধৃতদের বিরুদ্ধে এন ডি পিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।বৃহষ্পতিবার তাদেরকে জেলা আদালতে সোপর্দ করা হবে ।
0 মন্তব্যসমূহ