সোনামুড়া মহকুমার প্রথম ঈদের কুরবানী গরুর বাজার মেলাঘরে সংঘটিত হয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৬ জুলাই

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমার প্রথম ঈদের কুরবানী গরুর বাজার মেলাঘরে সংঘটিত হয়। বাজারে নানা  রঙের গরু উঠলেও দাম অধিক ছড়া হওয়ার ফলে অনেক ক্রেতা আজকে 

মেলাঘর ঈদের বাজারে গরুর ক্রয় করা থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আগামী  বাজারের  তারা টার্গেট করে। সুনামুরা মহকুমার মুসলিম অধ্যুষিত এলাকা গত দুই বৎসর করুণার মহামারী কারণে কুরবানি ঈদের গরুর বাজার ঠিকমতো সংগঠিত হয়নি। কিন্তু এবারে করুণা অনেকটা স্থিতিশীল হওয়ার ফলে প্রশাসনের তরফ থেকে সুনামুরা মহকুমার বিভিন্ন জায়গায় গরুর বাজার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম আজকে মঙ্গলবার সুনামুরা মহকুমার মেলাঘরে ঈদের গরু বাজার সংগঠিত হয়। ওই গরুর হাটটিতে আজকে প্রচুর গরু উঠেছে এরমধ্যে বাজারে সবচেয়ে বড় যে গরুটি উঠেছে সেটি গ্রাম বাংলা সিঙ্গি গরু হিসেবে সবাই চিনে এবং 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাজারের সবচেয়ে বড় গরু ছিল এটি। গরুর মালিক বলেন তার গরুটি ৩ বছর ধরে তিনি গরুটিকে লালন পালন করে এত বড় করেছেন। এর বিক্রয় মূল্য দেড় লাখ টাকা উঠলেও কিন্তু আমরা খবর পরিবেশন করা পর্যন্ত গরুর কোন দাম উঠেনি। এদিকে বাজারে নানা নানা রঙের গরু উঠলেও কিন্তু অধিক দাম থাকার ফলে অনেকে মেলাঘর বাজার থেকে গরু ক্রয় করেননি। তার পাশাপাশি বাজার মূল্যের নিরিখে গরুর দাম অনেকটা

বেশি ছিল। এই বিষয়ে আমরা অনেক ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলেছি। বিক্রেতা তারা বলছে গরুকে লাল পান করতে এবং এবং সবকিছুর খরচ মিলিয়ে এবং বাজারে খাদ্য দাম বেশি হওয়ার ফলে গরুর দামটা যদি একটু বেশি  বিক্রি না করা যায় তাহলে আমরা ব্যবসা করব কি করে। তবে সবকিছু মিলিয়ে আজকে গরুর বাজার অনেকটা ঊর্ধ্বমুখী ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu