সবুজ ত্রিপুরা
১৮ জুলাই
সোমবার
নিজেস্ব প্রতিনিধিঃ আসামের পাশে ধর্মনগর এই স্লোগানকে সামনে রেখে এবার শিলচরের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এলো ত্রিপুরার ধর্মনগরের একটি জনপ্রিয় ফেসবুক পেইজ ধর্মনগর লাইভ।
১৪ জুলাই বৃহস্পতিবার শিলচরের সোনাই রোড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন ধর্মনগর লাইভ এর প্রতিষ্ঠাতা শুভজিৎ ঘোষ ,তাছাড়া ছিলেন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অয়ন সূত্রধর,শুভম কুমার কর,সান্তনু দাস ও শুভ্র নাথ।সকলের অক্লান্ত পরিশ্রম এর ফলে এই ছোট্ট কাজ সম্পন্ন হয়।আগামীদিনে আরোও বড় পরিসরে ত্রাণ নেওয়ার পরিকল্পনা করছে এই ফেসবুক পেইজটি। সবাই এইভাবেই সহযোগিতা করলে আগামীতে আরোও বড়ো বড়ো সামাজিকমূলক কাজ করতে আগ্রহী তিনি। আগামীদিনে এই ফেসবুক পেইজ আগামীতে
আরোও বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন এই পেইজের কর্ণধার শুভজিৎ ঘোষ। যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরসবাইকে ধন্যবাদ জানিয়েছেন ধর্মনগর লাইভ কতৃপক্ষ।
0 মন্তব্যসমূহ