সবুজ ত্রিপুরা
১৮ জুলাই
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর ব্লক অন্তর্গত বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ও মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন শনিবার সকাল ১১ ঘটিকার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হলো।এই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কেন্দ্রীয়
প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেব্বর্মা,জেলা শাসক বিশ্বশ্রী বি,ত্রিপুরা হজ্ব কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার,রাজ্যের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য্য ও কিশোর বর্মন সহ আরো অনেকে। প্রথমে সকাল ১১ ঘটিকার সময় মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন।তারপর মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘড়ির কাঁটায় দুপুর ১২ ঘটিকার সময় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।প্রথমে হাসপাতালের ডাক্তার ও সেবিকারা মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিদের পুস্প ও উত্তরী দিয়ে সংবর্ধনা প্রদান করেন।তারপর প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে বহু প্রতিক্ষিত নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধন করেন। তবে এই উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় বক্সনগর কমিউনিটি হলের নজরুল মঞ্চের মাঠে।নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধন করে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিরা চলে আসেন মূল অনুষ্ঠানে। অতিথিদের প্রথমে ফুলের তোড়া ও উত্তরী দিয়ে অতিথিদের মঞ্চে বরণ করে নেন।তারপর স্বাগত ভাষণ রাখেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর রাধা দেববর্মা।স্বাগত ভাষনে রাধা দেববর্মা সিপাহীজলা জেলার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন।তারপর সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি আলোচনা রাখতে গিয়ে বলেন বিশালগড় টু সোনামুড়া জাতীয় সড়ক কিছুটা খারাপ রয়েছে।অল্প কিছুদিনের মধ্যেই তার সংস্কার করা হবে।তাছাড়া তিনি বলেন এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কাজ আমরা কিছুদিনের মধ্যেই পর্যবেক্ষণ করে শুরু করব।তারপর করুণা সংক্রান্ত বিষয়ে শতভাগ ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদান করায় বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মার হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন,হাসপাতালে ডাক্তার ও সেবিকাদের দিয়ে পরিষেবা দিলেই স্বাস্থ্যের উন্নতি হবে না। স্বাস্থ্যপরিসেবার উন্নয়ন করতে গেলে স্বাস্থ্যকর্মীদের সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়াতে হবে।তখনই স্বাস্থ্য পরিষেবায় উন্নত হওয়া সম্ভব হবে।অনেক সময় রোগীদের সহকর্মীরা ডাক্তার কে সহযোগিতা না করে তখন স্বাস্থ্য কর্মীরা সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না।বাধ্য হয়ে চিকিৎসকের চিকিৎসার জ্ঞান থাকা সত্ত্বেও রোগীকে হাসপাতাল স্থানান্তর করতে বাধ্য হয়। গ্রামের চিকিৎসা ভালো হয় না,শহরে বা বহি রাজ্যে বা দেশের বাইরে রোগীকে নিয়ে গেলে চিকিৎসা ভালো হবে এই ধরনের মনোভাব সম্পূর্ণ চিকিৎসকদের অসহযোগী মনোভাব। সকল ডাক্তাররাই
চিকিৎসার পর্যাপ্ত শিক্ষা অর্জন করে চিকিৎসা করেন।তাই ডাক্তারদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে চিকিৎসা পরিষেবা নেন।এতে সাফল্য অর্জন পাবেন। সরকারি সমস্ত কর্মচারী ও স্বাস্থ্য কর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন।করুণা মহামারীর সময় ভারতের যষসী প্রধানমন্ত্রী ভারতবাসীর প্রতি যে সহযোগিতা করেছেন এ বিষয়ে ভ্রয়ুসী প্রশংসা করেন।
0 মন্তব্যসমূহ