সাত দফা দাবিতে বক্সনগরে বাম গনসংগঠন সমূহের সুবিশাল মিছিল-Sanuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮ জুলাই

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং বামপন্থী বিভিন্ন গণসংগঠনের আহবানে সাত দফা দাবির ভিত্তিতে বক্সনগরে সুবিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। 

রবিবার বিকেল ৪ ঘটিকার সময় সিপিআই(এম) বক্সনগর লোকাল এর অন্তর্গত কলসীমুরা পার্টি অফিসের সামনে থেকে সুবিশাল মিছিল শুরু হয়ে বক্সনগর চৌমুহনী এলাকা হয়ে বক্সনগর বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি ফের কলমচৌড়া থানার সামনে এসে শেষ হয়। এই দিনের মিছিল শেষে কলমচৌড়া থানার সামনে পথসভা সংগঠিত করা হয়। এই পথ সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সদস্য খোরশেদের রহমান। এই পথ সভায় আলোচনা রাখেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। তিনি আলোচনা কালে বর্তমান রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করে বলেন, রাজ‍্য সরকার কর্মচারিদের বেতন কাঠামোর মাধ‍্যমে বঞ্চিত করে চলছে, বেকারদের 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চাকুরি প্রতিশ্রুতির মাধ‍্যমে ধোকাবাজি দিয়ে চলছে, ছাত্র ছাত্রীরা লেখাপড়া-খেলাধূলা ছেড়ে দিয়ে নেশার সাগরে ডুবে যাচ্ছে।পরবর্তীতে আলোচনা রাখেন সিপিআই(এম) সোনামুড়া বিভাগীয় সম্পাদক রতন সাহা। তিনি তার আলোচনা প্রসঙ্গে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী কর্মী-সমর্থকরা সরকারের থানা প্রশাসনের দ্বারা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন। কর্মী-সমর্থকদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে নানাভাবে ভোগান্তির শিকার করছেন। তিনি বলেন রাজ‍্যের বিভিন্ন জায়গায় বাম আমলে 

যে সমস্ত প্রকল্প গুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল বর্তমান সরকারের আমলে সে গুলোর ফিতে কেটে উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। তবে এই দিনের এই মিছিল ও পথসভা কে কেন্দ্র করে দলের সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বিশেষ ভাবে লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu