সবুজ ত্রিপুরা
১৯ জুলাই
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ ড্রাগস পাচার কান্ডে জড়িত থাকার সন্দেহে এক মহিলাকে পাকড়াও করে (আসামের) পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিলেন স্থানীয় জনতা।
বর্তমানে তাকে থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করছেন ওসি।জানা গেছে গত দীর্ঘদিন ধরে স্থানীয় ভারত~বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর বাজারে মিতা কালোয়ার নামের এক মহিলা ড্রাগস পাচার সহ অন্যান্য অসামাজিক কাজে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জড়িত রয়েছেন বলে অভিযোগ।এনিয়ে এলাকার একাংশ জনমনে মিতার প্রতি ব্যাপক ক্ষোভ পঞ্জিভুত হচ্ছিল অনেকের মধ্যে।ক্ষোভের বহি:প্রকাশ স্বরুপ সোমবার বিকেলে স্থানীয় মহিলারা সম্মেলিত ভাবে অভিযুক্ত মিতাকে কয়েকটা ড্রাগসের কৌটা সহ হাতে নাতে পাকড়াও করে রাখেন।
পরে পুলিশে খবর দিলে পুলিশ অকুস্থলে পৌছে মিতাকে নিজেদের জিম্মায় নেয়।এ ব্যাপারে থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান যে পুরো বিষয়টি পুলিশ গভির ভাবে খতিয়ে দেখছে।
0 মন্তব্যসমূহ