ত্রিপুরায় লা‌ঞ্ছিত কলকাতার শ্রমিক‌দের বা‌ড়ি ফেরার ব‌্যবস্থা ক‌রে দি‌লেন বাজা‌রিছড়ার বি‌ভিন্ন সামা‌জিক সংগঠনের কর্মকর্তারা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সমসেরগঞ্জ থানাধীন হাসানপুর থেকে উত্তর ত্রিপুরা জেলার জম্পুই হিলসে শ্রমি‌কের কাজ 

কর‌তে গি‌য়ে লাঞ্ছনার মু‌খে পড়া বি‌ভিন্ন শ্রমিক‌দের অব‌শে‌ষে নিজ নিজ বা‌ড়ি‌তে ফেরার ব‌্যবস্থা ক‌রে দিল বাজা‌রিছড়া এলাকার একাংশ সামা‌জিক সংগঠ‌নের কর্মকর্তারা।এ ম‌র্মে রবিবার বাজা‌রিছড়ার ঝেরঝেরিতে​ অবস্থানরত বি‌ভিন্ন শ্রমিকরা বলেন উনারা মুর্শিদাবাদ থেকে স‌তে‌রো জন শ্রমিক এক সা‌থে নিজ এলাকার দুুজন ঠিকাদারের​ সঙ্গে গত মে মাসের বাইশ তারিখ জম্পুইয়ে রাজ‌মিস্ত্রীর কাজে যোগ দেন।কিন্তু এখানে আসার পর 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

থেকে তাঁদের মুর্শিদাবাদের ঠিকাদাররা তা‌দের প্রায় এক মা‌সের পা‌রিশ্রমিক প্রদান করেন নি বলে অভিযোগ।তাছাড়া তা‌দের‌কে পরব‌র্তিতে রেশন সামগ্রী প্রদানও বন্ধ ক‌রে দেওয়া হয়।এ‌তে তা‌দের‌কে চরম দুর্দশার ম‌ধ্যে পড়‌তে হয়।প‌রে গত শনিবার সেখান থেকে তারা পা‌য়ে বা‌ড়ির উ‌দ্যো‌শে রওয়ানা হ‌লে তখন ঝেরঝেরি এলাকার এক গাড়ি চালক তা‌দের‌ সমস‌্যার কথা শো‌নে তা‌দের‌কে সেখান থে‌কে বিনা ভাড়ায় ঝেরঝেরি অবধি নিয়ে আসেন।অতপর নিরুপায় শ্রমিকরা তাদের এই দুর্ভোগের কথা স্থা‌নিয় বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের কর্তা‌দের জানালে উনারা রাতে খাবার সহ থাকার ব্যবস্থা করে দেন।এবং রবিবার যথারীতি দুবেলা খাবার দেন এবং এদিন বিকাল তিনটা নাগাদ নিজেদের ব্যক্তিগত টাকা খরছ করে এদের গুয়াহাটি নৈশ বাসে তোলে দেন।এবং সঙ্গে গুয়াহাটি থেকে গন্তব্যে পৌঁছার জন্য গাড়ি ভাড়া ও রাস্তায় সবার খাওয়া দাওয়া জন্য টাকার জোগাড় ক‌রে দেন।এ‌তে বহিরাজ্যের শ্রমিকরা এই সহায়তার জন্য এলাকার  সামা‌জিক ব‌্যক্তিব‌র্গের অশেষ ধন্যবাদ জানি‌য়ে তা‌দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।প‌রে সাংবা‌দিক‌দের সা‌থে কথা বল‌তে গি‌য়ে স্থানীয়‌দের প‌ক্ষে আজমত আলী স্বর্ণদ্বীপ পাল অনুপম পাল জাকির হোসেন স্বপন চন্দ রফিক হক বিরাজ পাল প্রমুখ ব‌লেন যে বিপ‌দে মানুষ হ‌য়ে মানু‌ষের পা‌শে দাড়া‌নো সক‌লের কর্তব‌্য।এটাই মানব ধর্ম।লা‌ঞ্ছিত শ্রমিকদের বা‌ড়ি পৌছার ব‌্যবস্থা ক‌রে দি‌তে পে‌রে তারা আন‌ন্দিত ব‌লে জানান। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu