আসামের শিলচরের ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলায় বানভাসি মানুষের পাশে ধর্মনগর থেকে বিভিন্ন সংস্থা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ জুন

বৃহস্পতিবার

ধর্মনগর প্রতিনিধিঃ আসামের শিলচরের ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রত্যেকদিনই ধর্মনগর 

থেকে বিভিন্ন সংস্থাগুলো ত্রাণসামগ্রী নিয়ে শিলচর যাচ্ছে।শিলচর ত্রিপুরবাসির সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।সামান্য অসুখ-বিসুখে আক্রান্ত হলেই আমরা ছুটে যাই শিলচরে।বিগত ১০-১২ দিন যাবৎ শিলচরের প্রচণ্ড দূর্দিন চলছে।দূর্দিনে 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রতিবেশীর পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের কর্তব্য।এই কর্তব্যের তাগিদে "মানুষ মানুষের জন্য" গানের এই অমৃতবাণীকে চন্তনে-মননে রেখে আজ ধর্মনগরের ৫টি NGO Ignited Minds,Helping Hand Organisation-HHO,Helping Hand Foundation, Better World এবং Tamalinir Chaya সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে শিলচরে পৌঁছে গেছে।সবগুলো সংস্থা থেকে মোট ১০জন প্রতিনিধি সেখানে পৌঁছে কোমর 

জল,গলা জল ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।প্রত্যেকদিনই ধর্মনগর থেকে বিভিন্ন সংস্থা শিলচরের বন্যায় বিপর্যস্ত মানুষের দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ধর্মনগরবাসির এই পরোপকারী মানসিকতা নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবী রাখে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu