দুই মহিলা সহ চার গাঁজা পাচারকা‌রি আটক ত্রিপুরার চুরাইবা‌ড়ি‌তে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ জুলাই

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ ফের একবার মহিলা সহ চার গাঁজা পাচারকারীকে পাকড়াও করল অসম~‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরার 

চুরাইবাড়ি থানার পুলিশ।জানা গেছে সোমবার দুপু‌রে আগরতলা থেকে শিলচরগামী ট্রেনে করে চার গাঁজা পাচারকারীর দল নিজেদের লাগেজে করে ছয় প‌্যাকেটে মোট কুড়ি কেজি শুকনো গাঁজা নিয়ে সুদুর বিহার রাজ্যের পাচা‌রের জন‌্য চুরাইবাড়ি রেল 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


স্টেশনে নেমে পড়ে।প‌রে তারা সেখান থেকে ছোট গাড়িতে করে অসমে পাড়ি দিতে চাই‌লে ঘ‌টে বিপ‌ত্তি।তারা ছোট গা‌ড়ি‌তে ক‌রে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার সাম‌নে এ‌লে কর্তব‌্যরত পুলিশ তাদের গা‌ড়ি সহ ব‌্যাগগু‌লো সার্চ কর‌লে গাঁজাগুলি বেরিয়ে আসে।প‌রে সবাই‌কে আটক করা হয়।ধৃত‌দের বিরু‌দ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পু‌লিশ।যার নম্বর হল ৩২/২২ ও এনডিপিএস আইন ২০(সি)/২৯।ধৃত দুই মহিলা ও দুই পুরুষের নাম যথাক্রমে মমতা দেবী ৪০ ধর্মশিলা দেবী ৬২ মনজিত কুমার ২৮ উমাশঙ্কর রায় ৬৩ ।

সকলের বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায়।আটককৃত গাঁজার বাজার মুল‌্য অনুমা‌নিক দু লক্ষ টাকার মত হ‌বে।ধৃত‌দের মঙ্গলবার ধর্মনগর সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হবে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে সম্প্রতি গাঁজা পাচারকা‌রিরা নিত‌্য নতুন ফর্মুলায় তা‌দের পাচার বা‌ণিজ‌্য অব‌্যাহত রাখার চেষ্টা কর‌লেও ব‌সে নেই পু‌লিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu